নাসিম রুমি: নিজের শরীর যে-রকম সেটা নিজেরই পছন্দ নয় বলিউডের ডাকসাইটে নির্মাতা, প্রযোজক ও ফ্যাশনিয়েস্তা করণ জোহরের। এমনকি নিজেকে পোশাক ছাড়া দেখলে করণ জোহরের নাকি ঘৃণাও হয়। সম্প্রতি একটা সাক্ষাত্কারে এ বিষয় সামনে এনেছেন করণ। বডি ডিসমরফিয়া বলা যায় এই ধরনের সমস্যাকে।
সাক্ষাৎকারে করণ বলেন, ‘আমি নিজেকে পোশাক ছাড়া দেখতেই পারি না। দেখলে ঘেন্না হয়। তাও এখন অবস্থা কিছুটা ভালো। কারণ এখন আমার শরীর আগের তুলনায় ভালো। আসলে আমার বডি ডিসমরফিয়া আছে।’
করণ জানান, ‘এটা সেই অবস্থা যখন, নিজের শরীর দেখলে অস্বস্তি হয়। লজ্জা লাগে। আমার এখনও নিজের শরীর দেখলে অস্বস্তি হয়। আমার শরীরের ধরন নিয়ে নানা ইস্যু আছে।’
করণের এমন মন্তব্য সামনে আসার পর তার অনুরাগীরা অবাক হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন লিখেছেন, ‘বলিউডের অন্যতম ওয়েল ড্রেসড প্রযোজক-পরিচালক আপনি। আপনার পোশাক, জুতো, ব্যাগ সব কিছুর কালেকশন নিয়ে নিয়মিত চর্চা হয়। আমাদের ধারণা ছিল, নিজের ব্যাপারে আপনি আত্মবিশ্বাসী।