English

28.5 C
Dhaka
সোমবার, আগস্ট ১১, ২০২৫
- Advertisement -

নিজের জন্য কোনো চাওয়া নেই, শুধু চাই দেশ সুন্দর থাকুক: সুজাতা

- Advertisements -

ষাটের দশকের সাদাকালো পর্দার রাজকন্যা, ‘রূপবান’-খ্যাত অভিনেত্রী সুজাতা। সেই সময়ের দর্শকপ্রিয় এই নায়িকা রোমান্টিক, সামাজিক ও পোশাকি-সব ধরনের সিনেমাতেই সমান সাফল্য পেয়েছেন। আজ ১০ আগস্ট, বাংলা সিনেমার এই সোনালি যুগের নায়িকার জন্মদিন। দীর্ঘ অভিনয় জীবনের আলো-ঝলমলে পথ পেরিয়ে এখন তাঁর একমাত্র প্রার্থনা-দেশ ও দেশের মানুষের মঙ্গল।

জন্মদিনের দিনটি ঘিরে কথা বলতে গিয়ে সুজাতা বলেন, `দেশটাকে সুন্দর দেখতে চাই। দেশের মানুষগুলোকে ভালো দেখতে চাই। দেশ ও মানুষ ভালো থাকলেই আমি খুশি।’

নিজের জন্য কোনো চাওয়া আছে কি না-এমন প্রশ্নে এই বর্ষীয়ান অভিনেত্রী বলেন, ‘এই বয়সে যতটুকু থাকা যায় ততটুকুই আছি। শরীরে সমস্যা তো আছেই। তবে, আমার নিজের জন্য কোনো চাওয়া নেই। সব চাওয়া দেশের জন্য। দেশ সুন্দর থাকুক।’

বাংলা চলচ্চিত্রে সুজাতার যাত্রা শুরু হয়েছিল রূপকথার আঙ্গিকে নির্মিত ব্যবসাসফল ছবি ‘রূপবান’ দিয়ে। এরপর একে একে দর্শকদের উপহার দিয়েছেন বহু স্মরণীয় ছবি-‘ছুটির ঘণ্টা’, ‘অশ্রু দিয়ে লেখা’, ‘অবুঝ মন’, ‘আয়না ও অবশিষ্ট’, ‘আলোর মিছিল’, ‘এতটুকু আশা’, ‘গাজী কালু চম্পাবতী’, ‘অবাঞ্চিত’সহ অসংখ্য জনপ্রিয় সিনেমা।

নায়ক আজিমের সঙ্গে তাঁর পর্দার কেমিস্ট্রি যেমন সাড়া ফেলেছিল, তেমনি জীবনেও তাঁরা জুটি বেঁধেছেন। আজিমের বিপরীতে অভিনীত ‘অবাঞ্চিত’, ‘টাকার খেলা’, ‘স্বর্ণকমল’-সবকটিই দর্শকপ্রিয়তা পেয়েছে। সেই সিনেমাগুলোর গান যেমন-‘চোখ ফেরানো যায় গো মন ফেরানো যায় না’, ‘ওরে মন পাপিয়া’, ‘কে তুমি কথা কও বন্ধু আমার’-এখনো মানুষের মুখে মুখে ফেরে।

নায়ক রাজ্জাকের বিপরীতেও সুজাতা ছিলেন সমান সফল। ‘অশ্রু দিয়ে লেখা’, ‘প্রতিনিধি’, ‘এতটুকু আশা’, ‘অবুঝ মন’-এসব ছবির কালজয়ী গান যেমন ‘অশ্রু দিয়ে লেখা এ গান যেন ভুলে যেও না’, ‘তুমি বড় ভাগ্যবতী’, ‘শুধু একবার বলে যাও আমি যে তোমার কত প্রিয়’-আজও শ্রোতাদের হৃদয়ে রয়ে গেছে।

অভিনয়ের বাইরে ব্যক্তিত্ব ও মর্যাদায় অনন্য এই অভিনেত্রী এখনো মানুষের ভালোবাসা অনুভব করেন। তাঁর ভাষ্যে, ‘মানুষ এখনো আমাকে সম্মান করেন, ভালোবাসেন-এটাই ভালো লাগে।’

The short URL of the present article is: https://www.nirapadnews.com/dse1
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন