English

34 C
Dhaka
বুধবার, মে ৭, ২০২৫
- Advertisement -

নিজের বাড়ি বিক্রি করে দিলেন সনু নিগম!

- Advertisements -

নাসিম রুমি: হঠাৎ করেই অনেক টাকা প্রয়োজন বলিউডের জনপ্রিয় গায়ক সনু নিগমের। আর এজন্যই নিজের একটি বাড়ি হঠাৎ করেই বিক্রি করে দিলেন তিনি।

জানা গেছে, এই সম্পত্তির দাম প্রায় ৭ কোটি রুপি! তথ্য বলছে, মুম্বাইয়ের আন্ধেরির এই সম্পত্তির বিল্ট আপ এরিয়া ২১৩১ বর্গফুট এবং প্রতি বর্গফুটের ভাড়া ৩২,৮৪৮ রুপি। এতে দুটি গাড়ি পার্কিং রয়েছে।

বলিউডে বহু সেলেবরাই রয়েছে যারা নিয়মিত সম্পত্তি ক্রয় করেন এবং পরে বাজার দর দেখে তা প্রথমে ভাড়া, পরে বিক্রয় করে দেন। সূত্র বলছে, অ্য়াসেট বাড়াতেই নাকি এমন কাজ করেছেন সনু।

শোনা যাচ্ছে, অন্য একটি জমি ক্রয় করার জন্যই নাকি এমন কাজ করেছেন। তবে এই নিয়ে গুঞ্জন রটলেও, সনু এ ব্যাপারে সংবাদমাধ্যমের কাছে মুখ খুলছেন না।

সনু নিগমের বাবা আগমকুমার নিগম মুম্বাইয়ের আন্ধেরি ওয়েস্টে ২০২২.৮৮ বর্গফুটের একটি বিল্ট আপ সম্পত্তি কিনেছেন এবং কেনার জন্য ৭২ লক্ষ রুপির স্ট্যাম্প ডিউটিও দিয়েছেন। ২০২৩ সালের এপ্রিল মাসে সনু আন্ধেরিতে ৫৫৪৭ বর্গফুট এলাকা জুড়ে ১১.৩৭ কোটি রুপিতে টাকায় দুটি বাণিজ্যিক সম্পত্তি কিনেছিলেন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন