নাসিম রুমি: কদিন আগে কুমার শানুর সঙ্গে প্রেমের কথা প্রকাশ করে আলোচনার টেবিলে আসেন বর্ষীয়ান অভিনেত্রী কুনিকা সদানন্দ। এবার নিজের জীবনের গল্প বলে ফের আলোচনায় তিনি। জানালেন দুটি লিভ ইন ও চারটি প্রেমের সম্পর্ক ছিল তার। সেইসঙ্গে ছিল মাদকাসক্তি।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি বিগ বসের ঘরে আসেন কুনিকা। সেখানে তিনি বলেন, আমি কখনও মাদক নিইনি। কিন্তু একটা সময় খুব মদ্যপান করতাম। আসলে একটা সম্পর্ক ভাঙার পরে আমি খুব ভেঙে পড়েছিলাম। খুব ফুলে গিয়েছিলাম। নিজেকেই দেখেই ভাবছিলাম, বাপ রে বাপ! এ আমাকে কেমন দেখতে লাগছে!
এরপর একত্রবাস নিয়ে বলেন, আমি দুটি একত্রবাস সম্পর্কে (লিভ ইন) ছিলাম। আর চারটি প্রেম করেছি। খানিক হেসে বলেন, আমার বিয়েও হয়েছে দুটি। ৬০ বছর পর্যন্ত এ সব চলতে পারে।
তবে জীবনে একাধিক সম্পর্কে জড়ালেও অভিনেতাদের সঙ্গে কখনও প্রেম করেননি বলে জানান তিনি। তার কথায়, অভিনেতারা সব সময় আয়নায় নিজেদের দেখতে ব্যস্ত থাকেন। নিজেদের কেমন দেখাচ্ছে, এই নিয়ে তারা ভাবেন।