English

28.2 C
Dhaka
শুক্রবার, সেপ্টেম্বর ১২, ২০২৫
- Advertisement -

নিরবের সিনেমার ফার্স্টলুক

- Advertisements -

নাসিম রুমি: বছরের শুরুতেই নতুন সিনেমার খবর জানালেন চিত্রনায়ক নিরব। রবিবার সামাজিকমাধ্যমে ফার্স্টলুক পোস্টার শেয়ার করে সিনেমার ঘোষণা দেন। সিনেমাটির নাম ‘গোলাপ’। ফার্স্ট লুক পোস্টারে দেখা যাচ্ছে বন্দুক হাতে রক্তাক্ত নিরবকে। তার গলায় রক্তের দাগ লেগে আছে। মনে ক্ষোভ আর চোখে-মুখে রাগের ছাপ।

দিনের শুরুতেই সিনেমার ঘোষণা প্রসঙ্গে চিত্রনায়ক নিরব বলেন, কর্মজীবী মানুষদের জীবন শুরুই হয় সকাল বেলা। যারা সকাল সকাল নিজেদের জীবিকার তাগিদে বাসা থেকে বের হয়ে যান সেসব কর্মজীবী মানুষদের কথা চিন্তা করেই সকাল ৯টার দিকে ফার্স্ট লুক পোস্টার উন্মোচন করা। কর্মজীবী মানুষদের সঙ্গেই শুরু হোক আমাদের এই সিনেমার জার্নি।

সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করছেন নিরব। সামাজিকমাধ্যমে সিনেমাটির পোস্টারের সঙ্গে একটি সংলাপ যুক্ত রয়েছে, যেখানে বলা আছে, লোকে কি ভাবে সেটা মুখ্য না, গোলাপ যেটা বলবে সেটাই চেতনা। এই নায়ক আরও বলেন, সিনেমাটির গল্প একটু ভিন্ন আবার মনে হবে খুব চেনা। আপাতত এটুকুই বলতে পারব। বেশ অনেকদিন ধরে সিনেমাটি নিয়ে কথা হচ্ছিল। এর গল্প এবং পরিচালকের পরিকল্পনা শুনে মনে হলো, এটা করা উচিত। এটা তার প্রথম সিনেমা। কিছুটা প্রস্তুতিরও বিষয় ছিল।

এখানে আমার যে চরিত্রটা সেটার যেন জাস্টিস হয় সেই চেষ্টাই করছি। সাসপেন্স থ্রিলার এবং অ্যাকশন ঘরানার এই সিনেমাটির গল্প, সংলাপ, চিত্রনাট্য করেছেন অনিক বিশ্বাস। পরিচালনা করছেন সামছুল হুদা। সিনেমাটির নায়কের ঘোষণা এলেও নায়িকা কে হচ্ছেন, তা এখনই বলতে নারাজ পরিচালক। তিনি বললেন, এখনই সিনেমাটি সম্পর্কে তেমন কিছু বলতে চাই না।

শুধু এতটুকু বলতে চাই, সাসপেন্স থ্রিলার গল্পের সিনেমা হতে যাচ্ছে এটি। আর শিল্পী নির্বাচনে চমক রাখার চেষ্টা করছি। শীঘ্রই জানতে পারবেন। জানা গেছে, আগামী ফেব্রুয়ারির মাঝামাঝিতে সিনেমাটির শূটিং শুরু হবে। ঢাকা, সৈয়দপুরের বিভিন্ন লোকেশনে এর দৃশ্যধারণ হবে। এরপর আসছে ঈদুল আজহায় সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/cm2y
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন