English

27 C
Dhaka
রবিবার, মে ১৯, ২০২৪
- Advertisement -

নির্বাচনী প্রচার শুরু করলেন ফেরদৌস

- Advertisements -

নাসিম রুমি: ধানমন্ডি-৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে নির্বাচনী প্রচার শুরু করলেন চিত্রনায়ক ফেরদৌস। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসন থেকে আওয়ামী লীগের চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন এই অভিনেতা।

এরপর আজ সোমবার বিকেল ৪টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করতে যান তিনি।

Advertisements

এসময় ফেরদৌস বলেন, প্রধানমন্ত্রী আমাকে ভরসা করে ঢাকা-১০ আসনে লড়াই করার দায়িত্ব দিয়েছেন। আমার বিশ্বাস ঢাকা-১০ আসনের সর্বস্তরের জনগণ আমাকে সমর্থন করবেন।

সবার সহযোগিতায় আমরা একত্রিত হয়ে দেশের সার্বিক উন্নয়নের ধারাকে অব্যাহত বজায় রেখে সেই পথে হাঁটব। আর এই জায়গা থেকে আমার নতুন পথ চলা শুরু হবে।’

তিনি বলেন, ‘আমি সাংস্কৃতিক মানুষ। এখানের অনেক কাজ করার আছে। স্মার্ট সিটি নির্মাণে যে ধরণের পদক্ষেপ নেওয়া দরকার সব ধরণের পরিকল্পনা আমার আছে। সবকিছু মিলিয়ে সবাইকে সঙ্গে নিয়ে দেশের উন্নয়নে কাজ করতে চাই।’

Advertisements

চলচ্চিত্রের উন্নয়নের বিষয়ে ফেরদৌস বলেন, ‘চলচ্চিত্রে অবশ্যই সময় দেবো। আমার যখন ছুটি থাকবে তখন চলচ্চিত্র নিয়ে আমার পরিকল্পনা থাকবে।

এছাড়া স্বাধীনতার সংগ্রাম ও দেশের কল্যাণের স্বার্থে যেসমস্ত ছবি হয় সেগুলোর দিকে বেশি জোর দেবো। আজকে মানুষের যে ভালোবাসা পেয়েছি সেই ভালোবাসা নিয়েই আগামীর পথ চলতে চাই।’

এসময় তার সঙ্গে ছিলেন রিয়াজ আহমেদ, অঞ্জনা রহমান, তারিণসহ বিনোদন ও রাজনৈতিক অঙ্গনের নেতাকর্মীরা।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন