দেশের বরেণ্য চলচ্চিত্র পরিচালক এবং বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার জাহান ঝন্টু চোখের সমস্যা নিয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। জানা গেছে, ইতোমধ্যে তার চোখের সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা এম এন ইস্পাহানি।
আজ রবিবার সামাজিক যোগাযোগমাধ্যমে নির্মাতা ইস্পাহানি লেখেন, ‘দেলোয়ার জাহান ঝন্টু। একজন পরিপূর্ণ সাদা মনের মানুষ। আল্লাহর রহমতে সাকসেসফুলি চোখের অপারেশন সম্পন্ন হয়েছে। দোয়া করবেন।’
এ প্রসঙ্গে ঝুন্টু বলেন, ‘আজ সকালে ইসলামিয়া চক্ষু হাসপাতালে আমার ডান চোখের ছানি অপারেশন হয়েছে। একমাস পর বাঁ চোখেও অস্ত্রোপচার হবে। আমি এখন মোটামুটি ভালো আছি, আমার জন্য সবাই দোয়া করবেন।’
ওই পোস্টের মন্তব্যের ঘরে ঢাকাই সিনেমার খল অভিনেতা মিশা সওদাগর দোয়া লিখেছেন, ‘অনেক দোয়া’। এছাড়া অনেকেই চলচ্চিত্র পরিচালকের সুস্বাস্থ্যতা কামনা করেছেন। পোস্টে দেখা যায়, হাসাপাতালে বিছানায় এক চোখে অপারেশন অবস্থায় শুয়ে আছেন দেলোয়ার হোসেন ঝন্টু।