English

25.1 C
Dhaka
সোমবার, জুলাই ৭, ২০২৫
- Advertisement -

নুহাশ হুমায়ূনের সঙ্গে প্রেমের গুঞ্জনে মুখ খুললেন সুনেরাহ

- Advertisements -

এ প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয় তিনি। আবার মাঝে মধ্যেই নানান বিতর্কিত কর্মকাণ্ডের কারণে খবরের শিরোনামেও উঠে আসে তার নাম। এবার তরুণ নির্মাতা নুহাশ হুমায়ূনের সঙ্গে প্রেমের গুঞ্জন উঠেছে সুনেরাহর।

সম্প্রতি বিষয়টি নিয়ে মুখ খুলেছেন সুনেরাহ। পাশাপাশি ফেসবুক পোস্ট নিয়েও ব্যাপক ভয়ে থাকেন বলে জানান এই অভিনেত্রী।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই সহকর্মী ও পছন্দের মানুষদের জন্মদিন বা বিশেষ দিনে ছবি পোস্ট করে শুভেচ্ছা জানান সুনেরাহ। সেই ধারাবাহিকতায় মঙ্গলবার (২ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুকে নির্মাতা নুহাশ হুমায়ূনের সঙ্গে কয়েকটি ছবি পোস্ট করে জন্মদিনের শুভেচ্ছা জানান সুনেরাহ।

আর এতেই ঘটে বিপিত্ত। অনেকেই সেই ছবি নিয়ে নাটক ও সিনেমার বিভিন্ন গ্রুপে পোস্ট করেছেন। আর সেখানেই নানা সমালোচনা হয় সুনেরাহ এবং নুহাশকে নিয়ে। নুহাশের সঙ্গে প্রেম করছেন কি না—এমন প্রশ্নে রীতিমতো ঝড় ওঠে গ্রুপগুলোর মন্তব্যের ঘরে। পাশাপাশি তাদের প্রেমের গুঞ্জন ওঠে নেটদুনিয়ায়।

গণমাধ্যমে বিষয়টি নিয়ে বিরক্তি প্রকাশ করে সুনেরাহ বলেন, এগুলো শুনতে শুনতে এখন অভ্যস্ত হয়ে গেছি। এখন নুহাশ আমার মিডিয়ার সহকর্মী বলেই কি আপনারা জিজ্ঞাসা করছেন। কিন্তু মিডিয়ার বাইরের বন্ধুদের সঙ্গে ছবি দিলেও একইভাবে মন্তব্য করে। এখন সোশ্যাল মিডিয়ার কে কী বলছে, এগুলো ঘেঁটে কি লাভ আছে? মানুষ তো কতো কিছুই বলে। ফেসবুক মানেই মানুষ যা ইচ্ছা বলতে, লিখতে পারবে। যে কারণে এখন ছবি পোস্ট করতেই বিরক্ত লাগে। বন্ধুদের সঙ্গে ছবি দিলেও ধরে নেয় বয়ফ্রেন্ড। পরে যা ইচ্ছা, তা–ই বলতে থাকে। এখানে স্বাধীনতা বলে কিছু নেই।

 

কিছুদিন আগেই এক ব্যক্তি ফেসবুক থেকে সুনেরাহর ছবি ডাউনলোড করে নিজের বলে দাবি করেন। পরে সেই ব্যক্তি সুনেরাহকেই অভিযুক্ত করে ফেসবুকে ক্লেইম করেন। এ প্রসঙ্গে সুনেরাহ বলেন, আমার ছবি সেটা অন্য একজন আমার পোস্ট থেকে কপি করে আমাকে দোষী বানিয়েছে, ফেসবুকের কাছে অভিযোগ করেছে, আমি তার ছবি ব্যবহার করেছি। যা হওয়ার তা–ই! মার্চ পর্যন্ত আমি ফেসবুক পেজ ব্যবহার করতে পাবর না। আমার নিজের ছবি দিয়েই কপিরাইট ক্লেইম দিয়েছে। যে ক্লেইম করেছে, সে আবার আমাকে ব্লক করে রেখেছে। তাকেও ধরতে পারছি না। এখন কী করব, কিছুই করার নেই।

অভিনেত্রী আরও বলেন, এখনও অনেক ফেসবুক ব্যবহারকারী রয়েছেন, যাদের নিয়মিত কাজ মানুষকে বিপদে ফেলা। কেউ কেউ নিয়মিত অভিনয়শিল্পীদের অনুসরণ করে ক্ষতি করার জন্য।

সুনেরাহ বলেন, আমি নুহাশের ‘মশারি’ সিনেমায় অভিনয় করেছি। সেটি বেশ কিছু উৎসব থেকে পুরস্কৃত হয়েছে। গতকাল ছিল নুহাশের জন্মদিন। তার সঙ্গে ছবিসহ ফেসবুকে জন্মদিনের শুভেচ্ছা জানালে ক্ষতি কী? এখানে কার সঙ্গে কী বন্ধুত্ব, চেনাজানা হতে পারে না!

এর আগে অভিনেতা রাজের সঙ্গে ছবি এবং ভিডিও ভাইরাল হয়েছিল সুনেরাহর। সে সময় ব্যাপক তোপের মুখে পড়েন এই অভিনেত্রী। শুধু তাই নয়, ওই ঘটনার জেরেই রাজ-পরীমণির সংসারে শুরু হয় অশান্তি। এমনকি সংসার ভাঙার জন্য অনেকাংশে সুনেরাহকেও দায়ী করেন পরীমণি।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/3syb
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন