English

30.1 C
Dhaka
বৃহস্পতিবার, আগস্ট ৭, ২০২৫
- Advertisement -

নেচে আলোচনায় জেফার

- Advertisements -
জনপ্রিয় সংগীতশিল্পী জেফার রহমান। তার গান শুধু গান থাকে না, হয়ে ওঠে পারফরমেন্স। কণ্ঠের সঙ্গে সঙ্গে তিনি নিজে শারীরিকভাবে একাত্ম হয়ে যান গানের সঙ্গে। তার গায়কী সবসময়ই যে অন্যদের থেকে আলাদা, তার প্রমাণ দিয়েছেন অনেকবার।

এবার মঞ্চে রোবটের সঙ্গে নেচে আলোচনায় এলেন এ গায়িকা।জেফারের একটি নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, জেফার রহমান গাইছেন তার চিরচেনা ‘ঝুমকা’ গানটি। এ সময় গানটির তালে নেচে ওঠে কুকুর সদৃশ একটি রোবট; আদতে সেটি একটি এআই বট।

সেই ডগি রোবটটি কুকুরের মতো লাফিয়ে লাফিয়ে নাচতে থাকে, সঙ্গে তাল দেওয়ার চেষ্টা করেন জেফারও। গানের সঙ্গে খানিকটা নাচলেন তিনিও।

এদিকে ভিডিওটি ভাইরাল হতেই আসতে থাকে নেটিজেনদের বিভিন্ন মন্তব্য। এক নেটিজেন লিখেছেন, ‘শুধু লাফালেই চলবে না, একটু নিজেকে দোলাতেও হবে।’ আরেক নেটিজেন লিখেছেন, ‘শুধু ঝুমকা গান কেন, আর কোনো গান জানেন না?’এখানেই শেষ নয়। জেফারের গান শেষ হলে উপস্থাপক হিসেবে হাজির হন ইনফ্লুয়েনসার রাফসান সাবাব। মঞ্চে হাজির হয়ে মজা নিতে নিতে রাফসান বললেন, ‘জেফার এতদিন অনেক মানুষকে নাচিয়েছে, এবার রোবটকে নাচাল।’
এর আগে মানিক মিয়া অ্যাভিনিউয়ের এক কনসার্টে গানের চেয়ে নাচেই বেশি মনোযোগ দিয়েছিলেন জেফার। শ্রোতারা তখন দাবি করেন, একজন সংগীতশিল্পী হয়ে গানের চেয়ে এখন স্টেজে নেচেই দর্শকদের বিনোদন দিচ্ছেন এই শিল্পী।
শুধু তাই নয়, জেফারের গায়কী কিংবা গানের দক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন অনেকে।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/s8e9
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন