English

20 C
Dhaka
সোমবার, নভেম্বর ২৪, ২০২৫
- Advertisement -

নেটফ্লিক্সের সিনেমার সংগীত পরিচালনা করছেন রাজা বশির

- Advertisements -

আন্তর্জাতিক ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের জন্য নির্মিত সিনেমায় সংগীত পরিচালনা করছেন প্রয়াত কিংবদন্তী সংগীতশিল্পী বশির আহমেদের ছেলেন রাজা বশির। সিনেমার নাম ‘সান সার্ফ অ্যান্ড স্যান্ড’।

রাজা জানান, এটা প্রায় দুই বছর মেয়াদী একটি কাজ। এরইমধ্যে তিনি এ সিনেমার সংগীত পরিচালনার কাজ শুরু করে দিয়েছেন। এছাড়াও তিনি অস্ট্রেলিয়ার টেফ কুইন্সল্যান্ড ইউনিভার্সিটির ‘থিম সং’র কাজ করছেন বলে জানিয়েছেন। টেফ কুইন্সল্যান্ড ইউনির্ভার্সিটি মূলত একটি ভোকেশনাল ট্রেনিং সেন্টার। সেখান থেকে রাজা বশির কিছুদিন আগে সাউন্ড প্রোডাকসনের উপর ডিপ্লোমা সম্পন্ন করেছেন।

এই দুটি কাজ প্রসঙ্গে রাজা বশির বলেন, ‘ডিপ্লোমা শেষ করার পরই আমাকে এ ইউনিভার্সিটির থিম সং করার দায়িত্ব দেয়া হয়। এটি আমারই লেখা ও সুর করা। ইউনিভার্সিটির ডিরেক্টর রিচার্ড বার্নটে আমার করা থিম সংটি ভীষণ পছন্দ করেছেন এবং আমাকেই এর ভিডিও করারও দায়িত্ব দিয়েছেন। আর টেফে’তে কোর্স করা অবস্থাতেই নেটফ্লিক্সের সিনেমাটিতে আমার অভিনয় করার সুযোগ আসে। একটা সময় সিনেমাটির ডিরেক্টর পিটার এবং নিজেল আমাকে সিনেমাটির সম্পূর্ণ সংগীত পরিচালনার দায়িত্ব দেন। এ সিনেমায় একটাই বাংলা গান থাকছে, যেটি আমার বোন হোমায়রা আপা গাইবেন। দুটো বিষয়ই আমার কাছে এ মুহূর্তে ভীষণ আনন্দের। দেশবাসীর কাছে দোয়া চাই যেন দেশের বাইরে আরো ভালো ভালো কাজ করার সুযোগ পাই।’

এদিকে শিগগিরই আবারও শুরু হচ্ছে রাজা বশিরের মিউজিক ও ভিডিও ডিরেকশনে ‘মেলোডি জংশন সিজন টু’র প্রচার।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/pl4f
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন