English

18 C
Dhaka
শনিবার, জানুয়ারি ৩, ২০২৬
- Advertisement -

পঞ্চম বিলিয়নেয়ার সংগীতশিল্পী হিসেবে ফোর্বসের তালিকায় বিয়ন্সে

- Advertisements -

ফোর্বসের তথ্য অনুযায়ী, বিশ্বখ্যাত সংগীতশিল্পী বিয়ন্সে এখন আনুষ্ঠানিকভাবে কোটিপতিদের তালিকায় যুক্ত হয়েছেন। তিনি পঞ্চম সংগীতশিল্পী হিসেবে এই মর্যাদা অর্জন করলেন। এর আগে এই তালিকায় রয়েছেন টেলর সুইফট, ব্রুস স্প্রিংস্টিন, রিহানা এবং বিয়ন্সের স্বামী জে-জেড।

সোমবার (২৯ ডিসেম্বর) প্রকাশিত ফোর্বসের প্রতিবেদনে জানানো হয়, ৪৪ বছর বয়সী এই গ্র্যামি বিজয়ী তার ক্যারিয়ারের একটি সফল সময় পার করার পর এই অবস্থানে পৌঁছেছেন।

২০২৫ সালের গ্র্যামি অ্যাওয়ার্ডে তার কান্ট্রি অ্যালবাম ‘কাউবয় কার্টার’ অ্যালবাম অব দ্য ইয়ার পুরস্কার জিতে নেয়। একই সঙ্গে তিনি সেরা কান্ট্রি অ্যালবাম জিতে প্রথম কৃষ্ণাঙ্গ নারী হিসেবে ইতিহাস গড়েন।

বিয়ন্সে এ পর্যন্ত ৩৫টি গ্র্যামি পুরস্কার জিতেছেন এবং ৯৯ বার মনোনীত হয়েছেন। ডেসটিনি’স চাইল্ড ব্যান্ডের সদস্য হিসেবে তার সংগীতজীবন শুরু হয়, যা তাকে আন্তর্জাতিক তারকাখ্যাতি এনে দেয়।

লাইভ নেশনের তথ্য অনুযায়ী, তার ‘কাউবয় কার্টার’ ট্যুর থেকে আয় হয়েছে ৪০০ মিলিয়ন ডলারের বেশি, যা ইতিহাসের সর্বোচ্চ আয়কারী কান্ট্রি ট্যুর হিসেবে পরিচিত।

২০২৪ সালে বিলবোর্ড তাকে একবিংশ শতাব্দীর সর্বশ্রেষ্ঠ পপ তারকা হিসেবে ঘোষণা করে। এর আগে তার ‘রেনেসাঁ ওয়ার্ল্ড ট্যুর’ ইউরোপ ও উত্তর আমেরিকাজুড়ে ব্যাপক সাড়া ফেলে। বিশেষজ্ঞদের মতে, তার কনসার্ট স্টকহোমের মতো শহরে হোটেল ও রেস্তোরাঁর দাম বাড়িয়ে দেয় এবং স্থানীয় অর্থনীতিতেও প্রভাব ফেলে।

সংগীতের পাশাপাশি বিয়ন্সে পোশাক, হেয়ার প্রোডাক্ট এবং একটি হুইস্কি ব্র্যান্ডের মাধ্যমে ব্যবসায়িক ক্ষেত্রেও সফলতা অর্জন করেছেন, যা তার সম্পদ বৃদ্ধিতে বড় ভূমিকা রেখেছে।

১৯৯০-এর দশকে ‘স্টার সার্চ’ অনুষ্ঠানের মাধ্যমে তার যাত্রা শুরু হয়। পরে ডেসটিনি’স চাইল্ড ভেঙে যাওয়ার পর তিনি একক শিল্পী হিসেবে বিশ্বজুড়ে জনপ্রিয়তা পান এবং বহু প্রশংসিত অ্যালবাম প্রকাশ করেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/1m32
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন