English

29 C
Dhaka
সোমবার, মে ২৬, ২০২৫
- Advertisement -

পপি নায়িকা না হলে ওকে কে চিনত: ওমর সানী

- Advertisements -

নাসিম রুমি: ঢাকাই চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় নায়িকা সাদিকা পারভীন পপি। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই নায়িকা দীর্ঘদিন ধরেই রয়েছেন আড়ালে। সম্প্রতি গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে প্রকাশিত এক মন্তব্যে পপি বলেন, “চলচ্চিত্রে কাজ করার কারণে আমার অনেক বদনাম হয়েছে। তাই এখন সিনেমা নয় বরং সংসার, স্বামী আর সন্তান নিয়েই থাকতে চাই।”

পপির এই মন্তব্যে বেশ ক্ষুব্ধ প্রতিক্রিয়া দিয়েছেন তার প্রথম চলচ্চিত্রের সহ-অভিনেতা ও নব্বই দশকের জনপ্রিয় নায়ক ওমর সানী।

“পপি যদি এমন কথা বলে থাকে, তাহলে তাকে স্টুপিড (বোকা) বলা ছাড়া আর কিছু বলার নেই। আমি তো তার দুলাভাই, শাসন করার অধিকার আমার আছে। ওর এই মন্তব্য আসলে নিজেকেই ছোট করেছে।”

‘কুলি’ খ্যাত এই নায়ক আরো বলেন, “পপি কি হাজার হাজার কোটি টাকার মালিকের মেয়ে, যে সিনেমাকে এভাবে অপমান করবে? ও যদি নায়িকা না হতো, কেউ চিনত না, এমনকি ওর স্বামীও বিয়ে করত না। সিনেমা ওকে দিয়েছে নাম, পরিচয়, সম্মান-আর এখন সেই মাধ্যমকে ছোট করে কথা বলা মোটেই গ্রহণযোগ্য নয়।”

তবে ক্ষোভের মাঝেও ভালোবাসা ধরে রেখেছেন ওমর সানী। বলেন, “ওর জন্য ভালোবাসা সবসময়ই থাকবে। সুসময় না হোক, খারাপ সময় আমাকে পাশে পাবে-এটা নিশ্চিত করে বলতে পারি।”

১৯৯৭ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘আমার ঘর আমার বেহেশত’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পপির অভিষেক ঘটলেও তার প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল ‘কুলি’। এই সিনেমায় ওমর সানীর বিপরীতে অভিনয় করেন তিনি। মুক্তির পর ‘কুলি’ প্রায় ৭ কোটি টাকার ব্যবসা করে তৎকালীন সময়ের মাইলফলক স্থাপন করে। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি পপিকে। একে একে উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় সিনেমা। সেই পপিই হারিয়ে গেলো।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন