English

33 C
Dhaka
শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
- Advertisement -

পরিচালক সমিতির নির্বাচন, ভোট গ্রহণ পাঁচটা পর্যন্ত

- Advertisements -

নতুন নেতৃত্ব পেতে যাচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। ২০২৩-২০২৪ মেয়াদের নির্বাচন শুক্রবার (৩০ ডিসেম্বর) এফডিসিতে অনুষ্ঠিত হচ্ছে।

সকাল দশটা থেকে ভোট শুরু হয়েছে, চলবে বিকেল পাঁচটা পর্যন্ত।

Advertisements

এই ভোটের লড়াইয়ে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। এতে বিজয়ীরা আগামী দুই বছর নেতৃত্ব দিবেন পরিচালকদের।

এবারের নির্বাচনে একটি প্যানেলে রয়েছেন কাজী হায়াৎ (সভাপতি) ও শাহীন সুমন (মহাসচিব); অন্যটিতে মুশফিকুর রহমান গুলজার (সভাপতি) ও জাকির হোসেন রাজু (মহাসচিব)। দুই প্যানেল থেকে সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আবুল খায়ের বুলবুল ও ছটকু আহমেদ।

Advertisements

সংগঠনটির উপ-মহাসচিব পদে লড়ছেন কবিরুল ইসলাম রানা ও মো. সালাহ্‌উদ্দিন; কোষাধ্যক্ষ পদে সায়মন তারিক, সেলিম আজম ও হানিফ আকন দুলাল; সাংগঠনিক সচিব পদে আনোয়ার সিরাজী ওশাহীন কবির টুটুল; আন্তর্জাতিক ও তথ্য প্রযুক্তি সচিব পদে নূর মোহাম্মদ মনি ও রাজু আহাম্মেদ; সাংস্কৃতিক ও ক্রীড়া সচিব পদে আব্দুর রহিম বাবু ও মোস্তাফিজুর রহমান বাবু; প্রচার প্রকাশনা ও দপ্তর সচিব পদে ওয়াজেদ আলী বাবলু ও সাইফ চন্দন।

এছাড়া নির্বাহী সদস্যের ১০টি পদের বিপরীতে দুই প্যানেলে ২০ জন পরিচালক প্রার্থী হয়েছেন।

পরিচালক সমিতির এই নির্বাচনে ভোটারের সংখ্যা ৩৬৮ জন। এতে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন আব্দুল লতিফ বাচ্চু। সদস্য হিসেবে থাকছেন সামসুল আলম ও বি এইচ নিশান।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন