English

27.3 C
Dhaka
বুধবার, জুলাই ২, ২০২৫
- Advertisement -

পরীমণি যেভাবে আমাকে অপদস্থ করেছেন তা আজও ভুলিনি: তিশা

- Advertisements -

নাসিম রুমি: বছরখানে আগে চিত্রনায়ক শরিফুল রাজের ফেসবুক আইডি থেকে অভিনেত্রী তানজিন তিশা ও সুনেরাহ বিনতে কামালের আপত্তিকর কিছু ভিডিও প্রকাশ হয়। পুরো ঘটনায় দেশজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

কীভাবে রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে এই ভিডিওগুলো ছড়িয়ে পড়ে, সে বিষয়ে নীরব ছিলেন এই নায়ক। তবে অনেকেই দাবি করেন, রাজের সাবেক স্ত্রী পরীমণির হাত ছিল এসবের পেছনে। তিনিই হয়তো ভিডিওটি প্রকাশ করেছেন।

এই ঘটনার রেশ ধরে পরীমণি ও তানজিন তিশার সম্পর্কে অবনতি ঘটে। দু’জনের মধ্যে কথা বলা এমনকি মুখ দেখাও বন্ধ হয়ে যায়।

তবে সম্প্রতি রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে আয়োজিত অনুষ্ঠানে একত্রিত হয়েছিলেন এই দুই অভিনেত্রী। চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে দুজনেই হেঁটেছেন একমঞ্চে।সেখানে কি কথা হয়েছে তিশা-পরীর মাঝে? অনুষ্ঠানে উপস্থিত অনেকেই জানিয়েছেন, দুই নায়িকাকে ‘হাই-হ্যালো’ করতে দেখা গেছে। তবে দীর্ঘ কোনো আলাপ হয়নি।

বিষয়টি নিয়ে একটি সংবাদমাধ্যমে কথা বলেছেন তানজিন তিশা। যেখানে তিনি জানিয়েছেন, পরীমণি বিগত দিনে যেভাবে আমাকে অপদস্থ করেছেন তা ভুলে যাননি। তার সাথে আমি কখনো ভালো সম্পর্ক বজায় রাখতে পারবোনা। কারন সে ভালো রমণী নয়।

এই অভিনেত্রী বলেন, ‘তার সঙ্গে দ্বন্দ্ব মিটমাটের কিছু নেই। তার সঙ্গে কথা বলারও দরকার নেই। সে বিগত দিনে যেভাবে অপদস্থ করেছে, তা ভোলার নয়।’

The short URL of the present article is: https://www.nirapadnews.com/jmag
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন