English

33.5 C
Dhaka
শুক্রবার, আগস্ট ১, ২০২৫
- Advertisement -

পর্দায় আসবে মান্নার জীবনী, যা বললেন নায়কের স্ত্রী

- Advertisements -

নাসিম রুমি: প্রযোজনা প্রতিষ্ঠান কৃতাঞ্জলির ব্যানারে প্রযোজক হিসেবে সিনেমা নির্মাণের জন্য  অনুদান পান প্রয়াত চিত্রনায়ক মান্নার স্ত্রী শেলী কাদের (শেলী মান্না)। ২০২৩-২০২৪ অর্থ বছরের এই অনুদান নিয়ে ‘জাত’ নামের সিনেমা নির্মাণ করবেন তিনি।

গত বছর জুনে প্রজ্ঞাপনের মাধ্যমে অনুদানের পরিমাণ ও অনুদান প্রাপ্তদের নামের তালিকা প্রকাশ করে তথ্য মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে ‘জাত’ সিনেমা নির্মাণের জন্য ৭৫ লাখ টাকা অনুদান দেয় সরকার।

আব্দুল্লাহ জহির বাবুর গল্পে সিনেমাটি নির্মাণ করবেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত নির্মাতা নার্গিস আক্তার। তবে এখনও সিনেমাটির কাজ শুরু হয়নি।

এবার কাজের অগ্রগতি সম্পর্কে জানালেন মান্নার স্ত্রী শেলী কাদের (শেলী মান্না)।

তিনি বলেন, সিনেমাটির ব্যাপারে নিয়মিত পরিচালক নার্গিস আক্তারের সঙ্গে বসা হচ্ছে।

স্ক্রিপ্ট আরও পরিবর্তন করা হচ্ছে। কারা অভিনয় করবেন সেটাও মোটামুটি নির্ধারিত হয়ে গেছে। এপ্রিলে মান্নার জন্মদিনে খুব সম্ভবত আমরা মহরত করব।

তিনি জানান, হরিজান সম্প্রদায়ের জীবন নিয়ে নির্মিত হবে সিনেমাটি। এই সম্প্রদায়ের সামাজিক ও শিক্ষাগত দিক দিয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠী। চরম অবহেলিত, বিছিন্ন, উপেক্ষিত বিষয় নিয়েই নির্মিত হবে সিনেমাটি।

শোনা গিয়েছিল প্রয়াত নায়ক মান্নার বায়োপিক নির্মাণ করা হবে। এ বিষয়ে শেলী মান্না বলেন, আপনারা জানেন মান্নার প্রযোজিত ও অভিনীত সব সিনেমা হিট। আমরা তার একটি বায়োপিক করতে চাই, মোটামুটি সেটার চিত্রনাট্য গ্রাফ করা আছে। তার মৃত্যু নিয়ে একটি মামলা সংক্রান্ত ব্যাপার আছে তাই বাংলার নিষ্পত্তি পর্যন্ত অপেক্ষা করছি। যেটাই হোক মামলার রায় হয়ে গেলে একটু পরিপূর্ণ বায়োপিক বানাতে পারবো তাকে নিয়ে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/m15t
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন