English

31 C
Dhaka
রবিবার, মে ৪, ২০২৫
- Advertisement -

পর্দার যে চরিত্রকে নিজের সৌন্দর্যের প্রতিরূপ বললেন ক্যাটরিনা

- Advertisements -

নাসিম রুমি: বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ তার আর্কষণীয় অভিনয় এবং সুরম্য নাচের জন্য খ্যাত। তাকে প্রায়শই বলিউডের সবচেয়ে সুন্দরী অভিনেত্রীদের একজন হিসেবে গণ্য করা হয়।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, পর্দার কোন চরিত্রটি তার সৌন্দর্য সম্পর্কে ধারণা দিতে সবচেয়ে কাছাকাছি। এতে তিনি সবাইকে অবাক করে দিয়ে ‘জিন্দেগি না মিলেগি দোবারা’ সিনেমার ‘লায়লা’ চরিত্রটি বেছে নেন। তিনি ব্যাখ্যা করে জানিয়েছিলেন, একটি সূর্য-স্পর্শিত ত্বক প্রতিটি নারীর সৌন্দর্যকে আরও উজ্জ্বল করে তোলে। আর তার কাছে যেন সেই চরিত্রটি সেই সূর্যের রশ্মির মতেই।

ক্যাটরিনা বলেন, আমি মনে করি প্রতিটি নারী ত্বকের রং একটু তান (তামাটে রং) থাকলে অনেক ভালো দেখায় এবং যখন আমরা স্পেনে শুটিং করছিলাম, তখন আমার ত্বক সূর্যের আলো থেকে সুন্দর ব্রোঞ্জের মতো হয়ে গিয়েছিল।

এসময় ‘টাইগার ৩’ খ্যাত এ অভিনেত্রীকে তার ব্যবসায়িক উদ্যোগ এবং পর্দার চরিত্রের মধ্যে পার্থক্য নিয়ে প্রশ্ন করা হয়। তিনি জানান, অভিনেত্রী হিসেবে অর্জিত গুণাবলী তার ব্যবসায়িক যাত্রাতেও সাহায্য করেছে। অভিনয়ে সফলতা আসে একে অপরকে বুঝে, ঠিক তেমনি ব্যবসাতেও এই নীতি কার্যকর।

বুধবার (৫ মার্চ) এক হলদি অনুষ্ঠানে ক্যাটরিনা তার অসাধারণ নাচের মাধ্যমে অতিথিদের মুগ্ধ করেন। তিনি ভিকি কৌশল, সানি কৌশল, শারভারি ওয়াঘ এবং পরিচালক কবির খানের সঙ্গে তার সেরা বন্ধুর প্রাক-বিবাহ অনুষ্ঠানে অংশ নেন। নীল টারকোয়েজ ব্লাউজ, স্কার্ট এবং ডুপাটায় তিনি এক অনন্য উপস্থিতি সৃষ্টি করেন এবং ‘দিল্লী ৬’ সিনেমার ‘গেন্দা ফুল’ গানে নেচে সবাইকে মুগ্ধ করেন।

উল্লেখ্য, ক্যাটরিনা সর্বশেষ শ্রীরাম রাঘবনের ‘মেরি ক্রিসমাস’ সিনেমায় বিজয় সেতুপতির সঙ্গে অভিনয় করেছিলেন। তার পরবর্তী প্রকল্প নিয়ে বিস্তারিত কিছু জানা না গেলেও, তিনি তার বিউটি ব্র্যান্ড এবং অন্যান্য ব্যবসায়ী উদ্যোগে মনোযোগী।

এছাড়া তার জনপ্রিয় সিনেমা ‘নমস্তে লন্ডন’ আবারো প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে। রীতেশ সিধওয়ানি ও পরিচালক জোয়া আখতার ঘোষণা করেছেন যে, ‘জিন্দেগি না মিলেগি দোবারা’ সিনেমাটিও পুনরায় প্রেক্ষাগৃহে আসবে। এই তালিকায় ‘দিল চাহতা হ্যা’ সিনেমাটিও রয়েছে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন