নাসিম রুমি: ঢাকাই চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি শাবানা দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। অভিনয়ের পাঠ চুকিয়ে তিনি অনেকটা আড়ালে থাকলেও মাঝে মধ্যে দেশে ফেরেন। এবার এলেন প্রায় পাঁচ বছর পর।
কয়েকদিন আগেই তিনি নীরবে ঢাকায় এসেছেন। গণমাধ্যমে সহজে কথা বলতে চান না এই জনপ্রিয় অভিনেত্রী। বর্তমানে তিনি রাজধানীর বারিধারা ডিওএইচএসের নিজ বাড়িতে উঠেছেন। শাবানা দেশে না থাকলে বাড়িটি খালিই পড়ে থাকে।
এর আগে সর্বশেষ ২০২০ সালের জানুয়ারিতে দেশে এসেছিলেন তিনি। তখন জানিয়েছিলেন, সুযোগ হলে আবারও কিছু সিনেমায় কাজ করতে চান। তার স্বামী ওয়াহিদ সাদিকও জানিয়েছিলেন, অনুকূল পরিবেশ পেলে চলচ্চিত্র প্রযোজনা করবেন। তবে সে যাত্রায় তারা ব্যর্থ মনোরথেই যুক্তরাষ্ট্রে ফিরে যান। তার আগে ২০১৭ সালেও দেশে এসেছিলেন শাবানা দম্পতি।
ষাটের দশকের শুরুতে এহতেশাম পরিচালিত ‘নতুন সুর’ ছবিতে শিশুশিল্পী হিসেবে শাবানার চলচ্চিত্রে অভিষেক। পাঁচ বছর পর নায়িকা হিসেবে তাঁকে পাওয়া যায় ‘চকোরী’ ছবিতে, যেখানে তার বিপরীতে ছিলেন নাদিম। সেখান থেকেই শুরু হয় ঢাকাই সিনেমার এক সোনালি অধ্যায়।
অভিনয় জীবনের তুঙ্গে থাকা অবস্থায় হঠাৎই দেশ ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি। প্রায় ২৫ বছর ধরে স্বামী, সন্তান ও নাতি-নাতনিকে নিয়ে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে স্থায়ীভাবে বসবাস করছেন। দেশে আসেন বিরলভাবে। এবারের মতো পাঁচ বছর পর তাঁর এই প্রত্যাবর্তন আবারও ভক্তদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে।