‘কান্নাপ্পা’র অন্যতম আকর্ষণ এর তারকাবহুল উপস্থিতি। কেন্দ্রীয় চরিত্রে বিষ্ণু মঞ্চুর সঙ্গে আছেন প্রীতি মুখুন্ধন, কাজল আগরওয়াল, আর. শরথকুমার। এর বাইরে বিশেষ চরিত্রে পর্দা কাঁপিয়েছেন অক্ষয় কুমার, প্রভাস এবং মোহনলাল—যা দর্শকদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি করেছে।
পৌরাণিক কাহিনিনির্ভর সিনেমাটির বাজেট প্রায় ২০০ কোটি টাকা। অর্থাৎ লাভে পৌঁছতে হলে সিনেমাটিকে বড় ধরনের ব্যবসা করতেই হতো। কিন্তু পাইরেসির কারণে এর থিয়েটার আয়ের ধারাবাহিকতা ভেঙে যায়, ফলে এখন সেইফ জোনে পৌঁছানো কঠিন হয়ে দাঁড়িয়েছে।
এর আগে ‘গেম চেঞ্জার’ (রাম চরণ), ‘থাণ্ডেল’ (নাগা চৈতন্য) ও ‘থুদারুম’ (মোহনলাল) এর মতো বিগ বাজেট দক্ষিণী সিনেমাও অনলাইনে ফাঁস হওয়ার ফলে ক্ষতির মুখ দেখেছে। ‘গেম চেঞ্জার’-এর একটি এইচডি কপি মুক্তির দিনই একটি স্থানীয় টিভি চ্যানেলে সম্প্রচার হয়, যার পর গ্রেপ্তার করা হয় জড়িতদের।