English

26.9 C
Dhaka
শনিবার, জুলাই ৫, ২০২৫
- Advertisement -

পাইরেসি’র প্রশংসা করলেন আমির খান

- Advertisements -

নাসিম রুমি: জালিয়াতি বা ‘পাইরেসি’র কারণে আর্থিক ক্ষতির মুখে পড়তে হয় সিনেমা নির্মাতাদের। তবে বলিউড অভিনেতা আমির খান এবার জালিয়াতির প্রশংসা করছেন। পাইরেসি’র কারণে তিনি নাকি বড় তারকা হিসেবে চীন দেশে পরিচিতি পেয়েছেন।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, ২০০৯ সালে মুক্তি পায় ‘থ্রি ইডিয়টস’। আমির খান, আর মাধবন, কারিনা কাপুর, শরমন জোশী অভিনীত এই ছবি ভারতে সাফল্য পেয়েছে। তেমনই সাফল্য পায় চীন দেশে। তবে ঘুরপথে সে দেশে পৌঁছায় এই ছবি। তাতেই তুমুল জনপ্রিয়তা পায় ছবির তারকারা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে আমির খান বলেন, ‘পাইরেসির কারণেই চীনে ‘থ্রি ইডিয়টস’ ভাইরাল হয়। ভিন্ন সংস্কৃতির একটি ছবিকে এমন ভাবে গ্রহণ করা ও ভালোবাসা, সম্মান দেওয়ার জন্য চীনের দর্শকের প্রতি আমরা কৃতজ্ঞ।’

‘সব কিছুই খুব স্বাভাবিক ভাবে হয়েছে। এতে আমার কোনও ভূমিকা ছিল না।’ এরপর থেকেই চীনে অভিনেতার সিনেমা জনপ্রিয় হতে শুরু করে। ‘পিকে’, ‘দঙ্গল’ এবং ‘সিক্রেট সুপারস্টার’-এর মতো সিনেমাগুলো ব্লকবাস্টার হয়।

শুধু মাত্র ‘দঙ্গল’ ছবিটি চীনা বক্স অফিসে ১,২০০ কোটি টাকারও বেশি আয় করে। এখনও পর্যন্ত আমিরই চীনে সবচেয়ে প্রিয় ভারতীয় তারকা, যাকে তার অনুরাগীরা প্রায়শই ‘চাচা আমির’ বলে ডাকেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/ebps
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন