সাম্প্রতিক সময়ের ভারত পাকিস্তান যুদ্ধকালে যার নাম অনেকবার সংবাদের শিরোনামে এসেছিল, তিনি খ্যাতিমান গায়ক আদনান সামি। এক সময় পাকিস্তানের বাসিন্দা হলেও কেনো তিনি যুদ্ধের সময় পাকিস্তানের বিরুদ্ধে কথা বললেন, কেনো তিনি পাকিস্তানে ফিরে আসছেন না, এ বিষয়ে বারবার গায়ককে কটাক্ষ করা হয়। যদিও সমস্ত কটাক্ষের সঠিক জবাব দিতেও দেখা গেছে সামিকে।
এক সময় পাকিস্তানের নাগরিক হওয়া সত্ত্বেও ২০১৫ সাল থেকে আদনান সামি একজন ভারতীয় নাগরিক হিসেবে স্বীকৃত। দীর্ঘদিন ভারতে থাকার সুবাদে তিনি ভারতের নাগরিকত্ব পেয়েছিলেন এবং তারপর থেকে আর তিনি কোনোদিন পাকিস্তানে ফিরে যাননি। আদনান পাকিস্তানে ফিরে না গেলেও পাকিস্তানের কথা উঠলেই বারবার উঠে আসে আদনান সমির বিষয়টি।
কিছুদিন ভারতীয় একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আদনান পুরো ব্যাপারটিকে বেশ মজার ছলে বর্ণনা করেছেন। তিনি বলেন, পাকিস্তানিরা যে রোগে আক্রান্ত, সেটি আসলে সাবেক প্রেমিক সিনড্রোম। এ রোগের নিরাময় করা যায় না।
আদনান বলেন, ‘ধরুন আপনার সাবেক প্রেমিক রয়েছেন, তিনি জানেন তিনি আপনাকে পাবেন না। আপনাকে না পেলেও আপনাকে অন্য কারো সঙ্গে দেখতে পেলেই তিনি রেগে যাবেন। আসলে ব্যাপারটা হলো যেহেতু তিনি আপনাকে পাননি, তাই আপনাকে অন্য কারো হতে দেখলে রাগ হয় তার। এটাই হলো ভালোবাসা।’