English

26.3 C
Dhaka
শুক্রবার, আগস্ট ১, ২০২৫
- Advertisement -

পাকিস্তানি ফ্যাশন ডিজাইনারের সঙ্গে ছবি তুলে কটাক্ষের শিকার কারিনা

- Advertisements -

কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলার পর ভারত সরকারের পক্ষ থেকে পাকিস্তানকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। স্থগিত হয়েছে সিন্ধু পানিচুক্তি। ভারত ছেড়ে বেরিয়ে যাওয়ার কড়া নির্দেশ দেওয়া হয়েছে পাকিস্তানের নাগরিকদের।

সন্ত্রাসী হামলার পর যেখানে ক্ষোভের আগুন জ্বলছে ভারতের শোবিজে, ঠিক তখন পাকিস্তানি ফ্যাশন ডিজাইনারের সঙ্গে ছবি তোলায় মারাত্মক কটাক্ষের শিকার বলিউড তারকা করিনা কাপুর। তাকে নেটিজেনরা ‘গদ্দার, নির্লজ্জ’ বলতেও কুণ্ঠা বোধা করল না নেটদুনিয়ার বাসিন্দারা।

কাশ্মীরের বৈসরন উপত্যকায় ভয়ানক জঙ্গি হামলার পর শোক জানিয়েছিলেন কারিনা কাপুর। কিন্তু এমন পরিবেশে পাকিস্তানের ফ্যাশন ডিজাইনার ফারাজ মান্নানের ইনস্টা স্টোরিতে দেখা দেওয়ায় বিপাকে পড়েছেন অভিনেত্রী।

কারিনা কাপুর বর্তমানে দুবাই অবস্থান করছেন। সেখানেই জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার ফারাজের সঙ্গে তার সাক্ষাৎ হয়। এরপর কারিনার সঙ্গে সাক্ষাতের মুহূর্ত ক্যামেরাবন্দি করার সুযোগ ছাড়েননি ফারাজ। ফারাজ মান্নান ইনস্টা স্টোরিতে ছবি পোস্ট করে লেখেন- ‘উইদ দ্য ওজি’। আর সেই ছবি ভাইরাল হতেই কারিনার উপর বেজায় চটেছেন নেটিজেনদের কেউ কেউ। এরপর তারা কারিনাকে কটাক্ষ করতেও ছাড়েননি।

রোববার মুম্বাই থেকে দুবাইয়ের উদ্দেশে রওনা হন কারিনা কাপুর। সম্প্রতি সেখানে একটি বিলাসবহুল ফ্ল্যাটও কিনেছেন তিনি ও তার স্বামী সাইফ আলি খান। এ কারণেই গিয়েছিলেন কিনা, তা জানা যায়নি। তবে ভারতজুড়ে শোকের আবহে পাকিস্তানের ফ্যাশন ডিজাইনারের সঙ্গে একফ্রেমে ধরা দেওয়ায় কারিনার কাণ্ডজ্ঞান নিয়ে প্রশ্ন তুলেছে নেটিজেনরা।

কারিনার এ ছবি তোলার ঘটনায় কেউ বলছেন, ‘ভারত যেখানে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধের জন্য তৈরি, সেখানে দুবাইতে পাকিস্তানি ডিজাইনারের সঙ্গে বিভোর কারিনা। কতটা নির্লজ্জ!’ আবার কারও মন্তব্য, ‘দেশকে রক্ষা করার দায়িত্ব কি শুধু সেনাদের? দেশের সম্মান রক্ষার্থে বলিউড তারকাদের কোনো দায়িত্ব নেই?’ অন্যদিকে কেউ বা আবার লিখেছেন ‘গদ্দার’। মোট কথায়, পহেলগাম আবহে ফারাজ মান্নানের ছবিতে কারিনাকে দেখে নিন্দার ঝড় বইয়ে নেটদুনিয়ায়।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/cf6m
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন