English

33.6 C
Dhaka
শনিবার, আগস্ট ২, ২০২৫
- Advertisement -

পাকিস্তানের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ৫ টিভি অভিনেত্রী

- Advertisements -

নাসিম রুমি: পাকিস্তানের টেলিভিশন ইন্ডাস্ট্রি বেশ কিছু প্রতিভাবান অভিনেত্রীদের দ্বারা পরিপূর্ণ। যারা তাদের অবিশ্বাস্য অভিনয় দিয়ে শুধুমাত্র মন জয় করাই নয়, তাদের কাজের জন্য সর্বোচ্চ পারিশ্রমিকও পেয়ে থাকেন।

আজ আমরা পাকিস্তানের এমন ৭ জন টিভি অভিনেত্রী সম্পর্কে জানব যারা সর্বোচ্চ বেতনভোগী। এ তালিকায় হানিয়া আমির থেকে শুরু করে মাহিরা খান পর্যন্ত অনেক প্রতিভাবান অভিনেত্রী রয়েছেন।

১. কুবরা খান

কুবরা খান পাকিস্তানি বিনোদন শিল্পের সবচেয়ে বড় তারকা। তিনি বহুমুখী অভিনয় দক্ষতার জন্য সুপরিচিত। তিনি কোনো কাজের জন্য প্রায় ৩৫ লাখ টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন। কুবরা সাং-ই-মার মার, আলিফ আল্লাহ অর ইনসান এবং সিনফ-ই-আহানের মতো নাটকে অভিনয় করে স্মরণীয় হয়ে আছেন।

২. মেহবিশ হায়াত

মেহবিশ হায়াত শুধু টিভি নয়, পাকিস্তানি চলচ্চিত্রেও একটি বড় নাম। তার ব্যতিক্রমী অভিনয় প্রতিভা এবং জনপ্রিয়তা তাকে সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রীদের মধ্যে একজন করেছে। তিনি প্রতি পর্বে কাজ করার জন্য ৮ লাখ রুপি পারিশ্রমিক নিয়ে থাকেন। মেহবিশ মেরি বেহান মায়া এবং দিল লাগির মতো হিট নাটকে তার ভূমিকার জন্য সর্বাধিক পরিচিত। টিভি ছাড়াও, পাঞ্জাব নাহি জাউঙ্গি এবং লোড ওয়েডিং-এর মতো সিনেমায় কাজ করে প্রতিটি নিজের খ্যাতি ছড়িয়েছেন।

৩. সাবা কামার

সাবা কামার অসামান্য অভিনয়ের জন্য বেশ জনপ্রিয়। তিসি প্রতি পর্বে কাজ করার জন্য ৩ থেকে ৪ লাখ রুপি পারিশ্রমিক নেন। সাবা কামার পাকিস্তানি টিভি ইন্ডাস্ট্রিতে শীর্ষ উপার্জনকারীদের একজন। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে বাঘি, চেখ, ডাইজেস্ট লেখক এবং মাত।

৪. হানিয়া আমির

হানিয়া আমির পাকিস্তানি বিনোদন জগতের আরেকজন উচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রী। তিনি প্রতি এপিসোডের জন্য ৩ থেকে ৪ লাখ টাকা পারিশ্রমিক নেন। হানিয়া কিছু হিট নাটকে অভিনয় করেছেন। তার মধ্যে অন্যতম আনা, মুঝে পেয়ার হুয়া থা, এবং ইশকিয়া দিয়েছেন। তিনি তার ম্লান হাসি দিয়ে বিশ্বজুড়ে ভক্তদের মুগ্ধ করেছেন।

৫. মাহিরা খান

মাহিরা খান শুধু পাকিস্তান নয়, আন্তর্জাতিকভাবে সবচেয়ে বড় তারকা। তিনি ব্যতিক্রমী অভিনয়ের জন্য প্রতি পর্বে ৩ থেকে ৫ লাখ টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন। তিনি আইকনিক নাটক হামসাফারের মাধ্যমে জনপ্রিয়তা লাভ করেন। তার বিন রয় এবং সাদকায়ে তুমহারের মতো প্রজেক্টে জ্বলতে থাকেন। তার বিশ্বব্যাপী সাফল্য এবং স্বীকৃতি, বিশেষ করে শাহরুখ খানের সাথে রইসের পরে, তার তারকা মর্যাদা দৃঢ় করেছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/2x2q
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন