English

28 C
Dhaka
শুক্রবার, আগস্ট ১, ২০২৫
- Advertisement -

পাকিস্তানের হানিয়ার সঙ্গে দিলজিতের রোম্যান্স, ভিডিও ফাঁস হতেই তোলপাড়!

- Advertisements -

নাসিম রুমি: পেহেলগামের বৈসরন উপত্যকায় সন্ত্রাসী হামলার জেরে পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক আরও জটিল হয়েছে। এই ঘটনার রেশ পড়েছে বিনোদন জগতেও। বলিউডের একাংশ যখন পাক শিল্পীদের বয়কটের পক্ষে সুর চড়াচ্ছেন, ঠিক তখনই পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরের সঙ্গে বলিউডের গায়ক-অভিনেতা দিলজিত দোসাঞ্জ-এর ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ফাঁস হয়ে যায় সোশাল মিডিয়ায়। মুহূর্তেই যা নিয়ে নেটদুনিয়ায় শুরু হয়ে যায় তোলপাড়।

ভিডিওটি ‘সর্দার ৩’ সিনেমার শুটিং সেট থেকে বলে ধারণা করা হচ্ছে। যদিও বাস্তব জীবনে তাদের মধ্যে কোনও সম্পর্ক নেই, বরং এই সিনেমার জন্যই তাদের একসঙ্গে দেখা গেছে। এর আগে জানা গিয়েছিল, এই ছবিতে জুটি বাঁধতে চলেছেন দিলজিত ও হানিয়া। ইতিমধ্যেই সিনেমার শুটিংও শুরু হয়েছে।

কিন্তু এমন সময়ে যখন পুলওয়ামা ও পহেলগাঁওয়ের ঘটনার পর বলিউডে পাক শিল্পীদের প্রবেশ কার্যত নিষিদ্ধ, তখন হানিয়া আমিরকে কাস্ট করা নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন। দিলজিত দোসাঞ্জ সোশাল মিডিয়ায় কিছু ছবি পোস্ট করলেও সেখানে হানিয়ার নাম উল্লেখ করেননি।

তবে অনুরাগীদের চোখ এড়ায়নি বিষয়টি। একটি ছবিতে নীরু বাজওয়ার পিছনে থাকা এক তরুণীকে হানিয়া বলে দাবি করছেন অনেকে। এমনকি দিলজিতের পরা টি-শার্টেও নাকি হানিয়ার মুখ দেখা যাচ্ছে— এমনও মন্তব্য করেছেন কিছু নেটিজেন।

এই নিয়েই সোশ্যাল মিডিয়ায় ভারতীয়রা প্রশ্ন তুলেছে— ‘‘পাকিস্তান যখন সন্ত্রাসে মদত দিচ্ছে, তখন কেন পাক অভিনেত্রীকে ছবিতে নেওয়া হচ্ছে?’’ আবার কেউ সরাসরি দিলজিতকে বয়কটের ডাকও দিয়েছেন।

উল্লেখ্য, জুনের ২৭ তারিখ মুক্তি পাওয়ার কথা ‘সর্দার ৩’-এর। কিন্তু হানিয়া আমির যদি এই সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে থাকেন, তবে ছবির মুক্তি নিয়েও জোর দ্বন্দ্ব তৈরি হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

প্রসঙ্গত, অতীতে বলিউডে রাহাত ফতেহ আলি খান, আতিফ আসলাম, ফাওয়াদ খান, মাহিরা খানের মতো পাক তারকারা জনপ্রিয়তা পেয়েছেন। তবে পুলওয়ামা হামলার পর ভারতীয় সিনে সংগঠনগুলির সিদ্ধান্তে পাক শিল্পীদের বলিউডে কাজ করা কার্যত বন্ধ হয়ে যায়। বর্তমান পরিস্থিতিতে সেই নিষেধাজ্ঞা আরও কঠোর হয়েছে বলেই মনে করা হচ্ছে।

এদিকে, পেহেলগামে হামলার পর থেকেই ভারতে হানিয়া আমির, মাহিরা খান, আলি জাফর, সজল আলি-সহ একাধিক পাকিস্তানি তারকার সোশাল মিডিয়া অ্যাকাউন্টও ব্লক করে দেওয়া হয়েছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/rk3c
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন