দীর্ঘ সময় ধরে বড় পর্দা থেকে দূরে ছিলেন কিং খান শাহরুখ। ২০১৮ সালে ‘জিরো’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়ার পর বহু চিত্রনাট্য টেবিলে জমা হলেও কোনো ছবির কাজ হাতে নেননি। এবার কিং খান ভক্তদের অপেক্ষার পালা শেষ হতে চলেছে। নতুন ছবির কাজ হাতে নিয়েছেন শাহরুখ। আর এতে বেশ স্টাইলিশ লুকে দেখা যাবে তাকে।
মিড ডে জানিয়েছে, আগামী নভেম্বর মাসের শেষ দিকে শাহরুখ যশ রাজ স্টুডিওতে ‘পাঠান’ ছবির কাজ শুরু করবেন। প্রথম দুই মাসের স্লটে শাহরুখের দৃশ্যগুলোই ধারণ করা হবে। সিদ্ধার্থ আনন্দের এ ছবিতে শাহরুখের সহশিল্পী দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম। তারা ছবির সঙ্গে যুক্ত হবেন আগামী জানুয়ারিতে।
‘পাঠান’ ছবির মাধ্যমে প্রথমবারের মতো বড় পর্দায় একসঙ্গে দেখা যাবে শাহরুখ ও জনকে। ছবিতে দুইজনের বেশ কিছু অ্যাকশন দৃশ্য থাকবে। ‘পাঠান’ ছবিতে অ্যাকশন ডিরেক্টর হিসেবে থাকছেন পারভেজ শেখ। এর আগে ‘ওয়্যার’, ‘বেল বটম’ ও ‘বক্ষ্মাস্ত্র’ ছবিতে কাজ করেছেন এ অ্যাকশন ডিরেক্টর।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/dk48
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন