English

29.2 C
Dhaka
মঙ্গলবার, জুলাই ১, ২০২৫
- Advertisement -

পাঠান’ টিজার: রাজকীয় প্রত্যাবর্তনের ঝলক নিয়ে প্রকাশ্যে শাহরুখ খান

- Advertisements -

নাসিমরুমিঃ দুই মাস পর দীর্ঘ প্রায় পাঁচ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বড় পর্দায় ফিরছেন বলিউড বাদশা শাহরুখ খান। আগামী ২৫শে জানুয়ারি মুক্তি প্রতীক্ষিত ‘পাঠান’ সিনেমার মাধ্যমে হচ্ছে সেই প্রত্যাবর্তন। চলতি বছরের মার্চে আনুষ্ঠানিক ঘোষণার অনেক আগে থেকেই সিনেমাটি সংবাদ শিরোনামে রয়েছে। ২রা নভেম্বর শাহরুখ খানের জন্মদিন উপলক্ষ্যে ‘পাঠান’ টিজার প্রকাশ করলো প্রযোজনা প্রতিষ্ঠান যশ রাজ ফিল্মস। প্রকাশের পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ন তুলেছে সাম্প্রতিক সময়ের সবচেয়ে প্রতীক্ষিত সিনেমা ‘পাঠান’।

‘ওয়ার’ খ্যাত নির্মাতা সিদ্ধার্ত আনন্দ পরিচালিত সিনেমাটিতে শাহরুখ খানকে ভারতীয় গোয়েন্দা সংস্থার একজন কর্মকর্তা চরিত্রে দেখা যাবে। প্রকাশিত টিজার থেকে স্পষ্ট যে, ভারতীয় সিনেমার ইতিহাসের অন্যতম স্টাইলিস্ট অ্যাকশন সিনেমা হতে যাচ্ছে ‘পাঠান’। যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের অংশ হিসেবে নির্মিত সিনেমাটিতে বলিউড বাদশা মুখোমুখি হচ্ছেন জন আব্রাহামের। আর এতে তার বিপরীতে আছেন দীপিকা পাডুকোন। ‘পাঠান’ টিজার দিয়ে বড় পর্দায় রাজকীয় প্রত্যাবর্তনের ইঙ্গিত দিলেন শাহরুখ খান।

প্রকাশিত টিজার থেকে জানা গেছে সর্বশেষ একটি মিশনে শত্রুদের হাতে ধরা পরে ভারতীয় গোয়েন্দা সংস্থার কর্মকর্তা পাঠান। কেউই জানে না পাঠান বেঁচে আছে নাকি মারা গেছে। তখনই দেখা যায় পাঠান রুপে শাহরুখ খানের দুর্ধর্ষ রুপ। এরপর পুরো টিজার জুড়েই রয়েছে অ্যাকশনের মহড়া। ‘কিং অফ রোমান্স’ হিসেবে পরিচিত শাহরুখ খানকে ভারতীয় সিনেমার দর্শক দেখতে পাবে সম্পূর্ন নতুন আবতারে। শাহরুখ খানের পাশাপাশি ‘পাঠান’ টিজার মাত করেছেন দীপিকা এবং জন আব্রাহামও।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/xzhq
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন