English

17 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ৮, ২০২৫
- Advertisement -

পাত্রীদের লম্বা লাইন দেখে পেছনের দরজা দিয়ে পালান অভিনেতা

- Advertisements -

বলিউডের জনপ্রিয় নায়ক হৃতিক রোশন। ২০০০ সালে তার প্রথম ছবি ‘কহো না প্যায়ার হ্যায়’ মুক্তি পাওয়ার পর জনপ্রিয়তার শিখরে পৌঁছে যান। সেই সময় তাকে বিয়ের জন্য ৩০ হাজার প্রস্তাব এসেছিল।

সম্প্রতি কপিল শর্মার টক শো-এ এসেছিলেন নায়ক। সেখানেই অতীত ফিরে দেখেছেন। জানিয়েছেন, প্রথম ছবি মুক্তির পরে কী ভাবে সাফল্য ঘিরে ধরেছিল তাকে।

লম্বা, পেটানো চেহারা, সুপুরুষ। রোম্যান্টিক দৃশ্যে সাবলীল। ভাল নাচতে পারেন। অ্যাকশনেও দুরন্ত। সেই সময়ের তরুণ প্রজন্মের চোখে হৃতিক ‘গ্রিক গড’। প্রায় প্রত্যেক তরুণীর স্বপ্নে তার নিত্য আনাগোনা। তাকে জীবনসঙ্গী পাওয়ার বাসনা লাখো অনুরাগিণীর।

হৃতিক তখন সকালে ঘুম ভেঙে উঠে জানালার পর্দা সরালেই দেখতে পেতেন বাড়ির দরজায় লম্বা লাইন। পাত্রী, পাত্রীর মায়েরা তার সঙ্গে দেখা করতে চান।

এ দিকে হৃতিকের মন জুড়ে বাল্যবন্ধু সুজান খান। অভিনেতা সঞ্জয় খানের কন্যা তার মানসপ্রিয়া। সামনে ভক্তদের ভিড়। পিছনের দরজা দিয়ে নায়ক লুকিয়ে বাড়ি থেকে বের হতেন। প্রতিদিন একবার হলেও দেখা করতে যেতেন প্রেমিকার সঙ্গে। বেশি কিছু দিন অপেক্ষা করাননি সুজানকে। ওই বছরেই তারা সাতপাক সেরেছিলেন। লাখো তরুণীর মন ভেঙেছিলেন হৃতিক।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/p19h
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন