English

34 C
Dhaka
সোমবার, অক্টোবর ২০, ২০২৫
- Advertisement -

পাসপোর্ট ফিরে পেয়ে রিয়া বললেন ‘প্রস্তুত দ্বিতীয় চ্যাপ্টারের জন্য’

- Advertisements -

বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তীর জীবনে কালো মেঘ নেমে আসে প্রেমিক সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে। সুশান্তের মৃত্যুতে শুরু হওয়া সমালোচনা রিয়ার ওপর দীর্ঘ সময় চাপ সৃষ্টি করেছিল। এরপরই এক মাদক মামলার জেরে রিয়াকে গ্রেফতার করা হয় এবং তার পাসপোর্ট ন্যারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) জব্দ করে।

পাঁচ বছর পর মুম্বাই হাইকোর্টের নির্দেশে রিয়া চক্রবর্তী নিজের পাসপোর্ট ফিরে পেয়েছেন।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইন্সটাগ্রামে এই খবর শেয়ার করে রিয়া লেখেন, গত ৫ বছর ধরে ধৈর্যই ছিল আমার একমাত্র পাসপোর্ট। অসংখ্য লড়াই, অনন্ত আশা। আজ আমি আবার আমার পাসপোর্ট ধরতে পারছি। প্রস্তুত আমার দ্বিতীয় চ্যাপ্টারের জন্য! সত্যের জয় হবেই।

নেটাগরিকরা এই পোস্টে রিয়াকে অভিনন্দন জানিয়েছেন এবং তার দীর্ঘ সংগ্রামকে সম্মান জানিয়েছেন। এক মন্তব্যে লেখা হয়েছে, এই পাসপোর্ট শুধুই স্ট্যাম্প নয়, এটি বহন করছে তার বাঁচার গল্প। দীর্ঘ পাঁচ বছরের পর একটি গর্বিত ও আবেগঘন বিজয়।

রিয়া সুশান্তের প্রসঙ্গে মন্তব্য করে বলেন, আমি সব সময় জানতাম আমি কিছুই করিনি। কিন্তু পরিষ্কার সিদ্ধান্ত এলেও আমি সুখী হতে পারিনি। আমি শুধু আমার বাবা-মায়ের এবং তাদের সুনামের জন্য খুশি ছিলাম।

জেল জীবনের অভিজ্ঞতা শেয়ার করে রিয়া জানান, সেখানে মানুষ নিজেকে নতুনভাবে চেনে এবং জীবন ও ছোট ছোট বিষয়ের মূল্য বোঝে।

প্রসঙ্গত, ২০২০ সালের ১৪ জুন সুশান্ত রাজপুতের মৃত্যুর পরপরই রিয়া ও তাঁর ভাই শৌমিক গ্রেফতার হন। পরে জামিনে মুক্তি পান। মুক্তি পেলেও সে সময় তার পাসপোর্ট মেলেনি।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/y5f3
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন