English

30 C
Dhaka
শুক্রবার, অক্টোবর ১৭, ২০২৫
- Advertisement -

পুনরায় গান গাইবেন সালমান

- Advertisements -

নাসিম রুমি: আবারও কণ্ঠে গান তুলে নিচ্ছেন বলিউড তারকা সালমান খান । ‘ব্যাটল অব গালওয়ান’ ছবির শুটিং শেষ করেই তিনি রেকর্ড করবেন একদম নতুন একটি একক গান। প্রযোজক অংশুল গার্গ নিশ্চিত করেছেন খবরটি। সম্প্রতি ডিজাইনার বিক্রম ফাডনিসের ৩৫ বছর পূর্তি ফ্যাশন শোতে কালো শেরওয়ানিতে র‌্যাম্পে হাঁটেন সালমান। এরপরই আসে তার সংগীতজগতে ফেরার খবরটি। ‘মিড ডে’-এর প্রতিবেদন অনুযায়ী, সালমান খান ‘ব্যাটল অব গালওয়ান’ ছবির কাজ শেষ করেই স্টুডিওতে ফিরবেন। এটি হবে তার নতুন একক গান। সর্বশেষ তিনি ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবিতে ‘জি রহে দে হম’ শিরোনামে গানে কণ্ঠ দিয়েছিলেন।

প্রযোজক অংশুল বলেন, ‌‘অনেকদিন ধরেই সালমান ভাইয়ের সঙ্গে একটি গান নিয়ে কথা চলছে। তবে এখন তিনি বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত। আমি কয়েকটি গান বানিয়েছি যেগুলো তিনি পছন্দ করেছেন। যখনই তিনি কোনো একটি বেছে নেবেন ও রেকর্ড করতে প্রস্তুত হবেন, তখনই আমাকে ডাকবেন।’

সালমান খানের কণ্ঠে ‘চাঁদী কি ডাল পর’, ‘হ্যাংওভার’, ‘ম্যায় হুঁ হিরো তেরা’সহ বেশ কিছু গান দর্শকের মনে দাগ কেটেছে। গান গাওয়া তার কাছে শুধু শখ নয়, একধরনের ভালোবাসা। করোনাকালে নিজস্ব ইউটিউব চ্যানেলে কয়েকটি একক গানও প্রকাশ করেছিলেন তিনি। সেগুলো ভক্তদের বেশ পছন্দ হয়।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/xi79
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

ঝটপট মজাদার চিজ অমলেট

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন