নাসিম রুমি: গায়ক-সংগীত পরিচালক হাবিব ওয়াহিদের সঙ্গে চলচ্চিত্র পরিচালক-গীতিকার এস এ হক অলিকের রসায়নটা দারুণ। অলিকের প্রথম ছবি ‘হৃদয়ের কথা’ থেকেই দুজন একসঙ্গে কাজ করছেন। ২০২২ সালে মুক্তি পাওয়া অলিকের ‘গলুই’ ছবিতেও গান ছিল হাবিবের। ‘জমবে মেলা’ নামের গানটি লিখেছেন অলিক।
এর আগে অলিকের লেখা হাবিবের গাওয়া ‘পৃথিবীর যত সুখ যত ভালোবাসা’, ‘বলে তো দিয়েছি হৃদয়ের কথা’, ‘বলো কেন এমন হয়’, ‘জোছনা কথা বলো না’সহ বেশ কয়েকটি গান দারুণ জনপ্রিয়তা পেয়েছিল। তিন বছর বিরতির পর আবার দুজন এক হয়েছেন। অলিক নতুন করে হাবিবের জন্য চারটি গান লিখেছেন। একটি গান হবে দ্বৈত, বাকি তিনটি একক।
অলিক বলেন, ‘আমি যুক্তরাষ্ট্রে আছি। হাবিব বাংলাদেশ থেকেই জোর করেছেন গানগুলো লিখে দেওয়ার জন্য। জানি না গানগুলো কোনো ছবিতে ব্যবহার হবে কি না। আমাদের কাছে শ্রোতারা যে ধরনের গান শুনে অভ্যস্ত সেই ধরনের গানই লিখেছি।
আশা করি, শ্রোতাদের ভালো লাগবে।’
।গায়ক-সংগীত পরিচালক হাবিব ওয়াহিদের সঙ্গে চলচ্চিত্র পরিচালক-গীতিকার এস এ হক অলিকের রসায়নটা দারুণ। অলিকের প্রথম ছবি ‘হৃদয়ের কথা’ থেকেই দুজন একসঙ্গে কাজ করছেন। ২০২২ সালে মুক্তি পাওয়া অলিকের ‘গলুই’ ছবিতেও গান ছিল হাবিবের। ‘জমবে মেলা’ নামের গানটি লিখেছেন অলিক।
এর আগে অলিকের লেখা হাবিবের গাওয়া ‘পৃথিবীর যত সুখ যত ভালোবাসা’, ‘বলে তো দিয়েছি হৃদয়ের কথা’, ‘বলো কেন এমন হয়’, ‘জোছনা কথা বলো না’সহ বেশ কয়েকটি গান দারুণ জনপ্রিয়তা পেয়েছিল। তিন বছর বিরতির পর আবার দুজন এক হয়েছেন। অলিক নতুন করে হাবিবের জন্য চারটি গান লিখেছেন। একটি গান হবে দ্বৈত, বাকি তিনটি একক।
অলিক বলেন, ‘আমি যুক্তরাষ্ট্রে আছি। হাবিব বাংলাদেশ থেকেই জোর করেছেন গানগুলো লিখে দেওয়ার জন্য। জানি না গানগুলো কোনো ছবিতে ব্যবহার হবে কি না। আমাদের কাছে শ্রোতারা যে ধরনের গান শুনে অভ্যস্ত সেই ধরনের গানই লিখেছি।আশা করি, শ্রোতাদের ভালো লাগবে।’