English

30.8 C
Dhaka
শনিবার, জুলাই ৫, ২০২৫
- Advertisement -

পুরাতন গহনা পরে ট্রলের শিকার নাতাশা

- Advertisements -

বরুন আর নাতাশার বিয়ে নিয়ে এখনো আলোচনা চলছে সোশ্যাল মিডিয়ায়। নাতাশার ব্রাইডাল লুকের একটি ভিডিও এরইমধ্যে ভাইরাল হয়েছে। তবে নাতাশার গয়না নিয়ে উঠেছে প্রশ্ন। নাতাশার হিরের নেকলিসটি পুরাতন বলে বলছেন নেটিজেনরা।

বিয়ে প্রতিটা মানুষের জীবনেই খুব বিশেষ একটা দিন। সেদিনটাতে কি পরবেন কেমনভাবে সাজবেন সবার কাছেই স্বপ্নের মত। বলিউড তারকারাও এর বাইরে না। তাদের ক্ষেত্রে সবকিছুই চলে আসে লোকসমুক্ষে। এমনকি অনেক সময় ট্রলের শিকার হতে হয় তাদের।

চোখ ধাঁধানো বিয়ের এরই মধ্যে বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে। মণীশ মালহোত্রার ডিজাইন করা পোশাকে সেজেছিলেন বর-কনে ।তাদের পোশাকের থিম রং ছিল সাদা । মেহেদি থেকে বিয়ে সবক্ষেত্রেই সাদা রংকে বেছে নিয়েছিলেন বরুণ-নাতাশা । বরুণ পরেছিলেন সাদা শেরওয়ানি-কুর্তা । সঙ্গে মিল্কি ব্লু দুপাট্টা । নাতাশার সাদা লেহেঙ্গা-চোলির সঙ্গে ছিল ম্যাচিং ডায়মণ্ড জুয়েলারি । এই জুয়েলারি থেকেই শুরু হয়ে যায় ট্রলিং।  নাতাশার যে হিরের সেটটি পরেছিলেন সেটি তিনি এর আগেও হাইপ্রোফাইল এক বিয়েতে পরেছেন। এমন সমালোচনা শুরু হয় সোশ্যাল মিডিয়া জুড়ে। যদিও এমন সমালোচনায় একেবারেই কান দেননি নবদম্পতি।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/q05x
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন