করোনাভাইরাসে সংক্রমিত হয়েছে দিলারা হানিফ পূর্ণিমার মেয়ে আরশিয়া উমাইজা। বিষয়টি নিশ্চিত করেছেন পূর্ণিমার স্বামী আহমেদ ফাহাদ জামাল। বুধবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে জামাল লিখেছেন, ‘আমার মেয়ে করোনা পজিটিভ, আমার মেয়েকে আপনাদের প্রার্থনায় রাখুন। ‘
এর আগে ২২ জানুয়ারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন পূর্ণিমা। ফেসবুকে খবরটি নিজেই জানিয়েছিলেন পূর্ণিমা। মায়ের পরে মেয়ের আক্রান্তের খবরে পূর্ণিমার ভক্তরা স্বাভাবিকভাবেই চিন্তিত।
জানা গেছে, মা ও মেয়ে দুজনই আপাতত বাসায় বিশ্রামে আছেন। পূর্ণিমা ও উমাইজার শারীরিক অবস্থা ভালো।
২০০৭ সালের ৪ নভেম্বর পারিবারিকভাবে আহমেদ ফাহাদ জামালকে বিয়ে করেন পূর্ণিমা। ২০১৪ সালের ১৩ এপ্রিল জন্মগ্রহণ করে তাদের মেয়ে উমাইজা। উমাইজার বয়স এখন ৮ বছর। অনেকেই ধারণা করছেন পূর্ণিমা-জামাল দীর্ঘদিন ধরে আলাদা থাকেন।