সম্প্রতি তরুন গীতিকার মামুন আফনান রুমির লেখা নতুন একটি ডুয়েট গানে কন্ঠ দিয়েছেন এই প্রজন্মের জনপ্রিয় সঙ্গীতশিল্পী মোহাম্মদ মিলন এবং চ্যানেল আই সেরা কন্ঠ ২০১৭ এর কানিজ খাদিজা তিন্নি।
গানটি গাওয়ার পাশাপাশি সুর করেছেন শিল্পীমোহাম্মদ মিলন নিজেই এবং মিউজিক করেছেন এম এম পি রনি। গানটি স্টুডিও ভার্সন ভিডিও প্রকাশিত হয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান ঝুম মাল্টিমিডিয়া এর অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে।
এ প্রসঙ্গে গীতিকার মামুন আফনান রুমি জানালেন – প্রথম বারের মতো ডুয়েট গান লিখলাম। আর গানটিতে খুব সুন্দর সুর করেছেন এবং গেয়েছেন প্রিয় মিলন ভাই। পাশাপাশি মিলন ভাইয়ের সাথে তিন্নিও সাথে অসাধারণ গেয়েছে।
পুরোপুরি রোমান্টিক ঘরানার এ গানটি সবার খুব ভালো লাগবে বলেই আমার বিশ্বাস। সবাই দোয়া করবেন সামনে আমার লেখা আরও বেশ কয়েকটি নতুন গান আসবে। বিশেষ ধন্যবাদ ওয়াহিদ শাহিন ভাইয়াকে তার স্টুডিও তে সময় দেয়ার জন্য।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/6vl9
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন