English

29.4 C
Dhaka
বৃহস্পতিবার, জুলাই ৩১, ২০২৫
- Advertisement -

প্রকাশ্যে এলেন দীপিকার প্রথম প্রেমিক, উজাড় করলেন স্মৃতি

- Advertisements -

নাসিম রুমি: দীপিকা পাড়ুকোন ২০০০- এর দশকের গোড়ার দিকে মুম্বাই চলে আসেন। অভিনেত্রী হওয়ার আগে মডেল হিসাবে তার কর্মজীবন শুরু করেছিলেন।

এখন তিনি বলিউডের অন্যতম সফল অভিনেত্রী। তার কর্মজীবন থেকে ব্যক্তিগত জীবন বার বার এসেছে সংবাদ শিরোনামে। খবর আনন্দবাজার অনলাইনের।

একাধিক প্রেম দীপিকার— মহেন্দ্র সিংহ ধোনি থেকে যুবরাজ সিংহ। যদিও তার সব চেয়ে চর্চিত প্রেমিক ছিলেন রণবীর কাপুর ও ধনকুবের বিজয় মাল্যের ছেলে সিদ্ধার্থ মাল্য। যদিও একটা প্রেমও পরিণতি পায়নি।

রণবীর সিংহকে বিয়ে করে ঘোরতর সংসারী দীপিকা। এক সন্তানের মা তিনি। এ বার প্রকাশ্যে এলেন দীপিকার মুম্বাইয়ের প্রথম প্রেমিক। শোনা যায়, নিজেই প্রেমের প্রস্তাব দিয়েছিলেন। এখন সেই প্রেমিকের তুলনায় কয়েকগুণ বেশি সফল দীপিকা, ছিন্ন হয়েছে যোগাযোগ।

দীপিকার মুম্বাইয়ে আসতেই যাকে মন দিয়ে বসেন তিনি মুজ্জামেল ইব্রাহিম। বিগত শতকের সুপারহিট মডেল শুধু তাই নন, একাধিক জনপ্রিয় মিউজিক ভিডিও, ধারাবাহিকে কাজ করেছেন। যখন দীপিকা মুম্বাইয়ে আসেন সেই সময় অভিনেত্রীর তুলনায় অনেক বেশি সফল ছিলেন, অনেক বেশি উপার্জন করতেন বলেই দাবি করেছেন মুজ্জামেল।

তিনি বলেন, দীপিকাকে প্রথম থেকেই সকলে চিনত। কারণ সে প্রকাশ পাড়ুকোনের মেয়ে। ওকে খুব বেশি নিজেকে চেনাতে হয়েছে, তেমন নয়। বছর দুয়েক সম্পর্কে ছিলাম। ওই আমাকে প্রেমের প্রস্তাব দেয়। মুম্বাইয়ের বর্ষায় ভিজে আমরা প্রেম করেছি। ওর সঙ্গে অটোয় চেপে প্রেম করেছি। ওর সঙ্গে কাটানো মুহূর্তগুলো দারুণ ছিল। এখন সে অনেক সফল। আমি ঠিক তার উলটো। টিভিতে দেখি, ভালো লাগে। মনে পড়ে ফেলা আসা দিনগুলো।

যদিও দীপিকার বিয়ের আগে কথা হতো ফোনে, সেটাও জানান মুজ্জামেল। দীপিকার সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন। যদিও রণবীর সিংহকে বিয়ে করার পর থেকে একেবারেই যোগাযোগ ছিন্ন হয়ে যায় দুজনের।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/vba0
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন