English

30.7 C
Dhaka
শনিবার, আগস্ট ২, ২০২৫
- Advertisement -

প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন শাহরুখ খান

- Advertisements -

বলিউডের কিং শাহরুখ খান তিন দশক ধরে সিনেমা জগতে রাজত্ব করে চললেও এবারই প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন তিনি। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত তার সিনেমা ‘জওয়ান’-এর জন্য ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শাহরুখ খান যুগ্মভাবে সেরা অভিনেতার সম্মাননায় ভূষিত হয়েছেন।

গত শুক্রবার নয়াদিল্লিতে দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়। ১৯৯২ সালে ‘দিওয়ানা’ চলচ্চিত্র দিয়ে অভিষেক হওয়া শাহরুখের তিন দশকের ক্যারিয়ারে এটি তার প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

শাহরুখ খান এর আগে ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘দেবদাস’, ‘মাই নেম ইজ খান’, ‘চাক দে ইন্ডিয়া’সহ বহু জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন। ২০২৩ সালে মুক্তি পাওয়া তার তিনটি সিনেমা—‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডানকি’—বক্স অফিসে সফলতা পেয়েছে এবং প্রযোজকদের জন্য বিপুল অর্থ আয় করেছে। বর্তমানে শাহরুখ খান ‘কিং’ ছবির শুটিং করছেন। সিনেমাটি ২০২৬ সালে মুক্তি পাবে।

৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শাহরুখের সঙ্গে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন ‘টুয়েলভথ ফেল’ সিনেমার জন্য বিক্রান্ত ম্যাসি, যিনি এটিও তার প্রথম জাতীয় পুরস্কার। সেরা সিনেমার পুরস্কার পেয়েছে ‘টুয়েলভথ ফেল’। রানী মুখার্জি ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ সিনেমার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার অর্জন করেছেন। অন্যদিকে, সেরা হিন্দি সিনেমার পুরস্কার পেয়েছে ‘কাঁঠাল’, এবং ‘দ্য কেরালা স্টোরি’ সিনেমার জন্য সেরা পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন সুদীপ্ত সেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/q9vv
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন