English

14 C
Dhaka
শুক্রবার, ডিসেম্বর ২৬, ২০২৫
- Advertisement -

প্রথমবার একসঙ্গে শাহরুখ-রজনীকান্ত

- Advertisements -

নাসিম রুমি: ভারতীয় সিনেমার দুই মহাতারকার নাম একসঙ্গে উচ্চারিত হলেই যে উত্তেজনার পারদ চড়বে, তা বলাই বাহুল্য। এতদিন ছিল কেবল জল্পনা আর ইঙ্গিত—এবার যেন বাস্তবের দোরগোড়ায় দাঁড়িয়ে সেই স্বপ্ন। রজনীকান্তের সঙ্গে প্রথমবার পর্দা ভাগ করতে চলেছেন শাহরুখ খান, এমন বিস্ফোরক তথ্যই সম্প্রতি ফাঁস করলেন টালিউডের জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী।

এক সাক্ষাৎকারে নিজের পরবর্তী ছবি নিয়ে কথা বলতে গিয়ে মিঠুন জানান তার আসন্ন ছবি ‘জেলার ২’। এখানে তিনি একাই নন, বরং তার বিপরীতে অভিনয় করছেন একঝাঁক তারকা। তিনি যাদের নাম উল্লেখ করেন তারা হলেন, রজনীকান্ত, মোহনলাল, শাহরুখ খান, রম্যা কৃষ্ণাণ ও শিবা রাজকুমার।

তার এই মন্তব্য থেকেই স্পষ্ট হয়ে যায়, ‘জেলার ২’-এ শাহরুখ খানের উপস্থিতি শুধু গুঞ্জন নয়, প্রায় নিশ্চিত।

মিঠুনের বক্তব্য আরও ইঙ্গিত দেয় ছবির নাটকীয় সমীকরণের দিকে।

তিনি জানান, ছবিতে তিনি থাকছেন খলচরিত্রে, আর বাকি তারকারা সবাই তার বিপক্ষে। অর্থাৎ ‘জেলার ২’ হতে চলেছে একাধিক সুপারস্টারের মুখোমুখি সংঘর্ষে ভরা এক বিশাল আয়োজন।

এর আগে ২০১১ সালে শাহরুখ অভিনীত ‘রা ওয়ান’ ছবিতে রজনীকান্তের একটি ক্যামিও দৃশ্য নিয়ে ব্যাপক আলোচনা হয়েছিল। তবে পরে জানা যায়, অসুস্থতার কারণে সেই দৃশ্যে রজনীকান্ত সশরীরে শুটিংয়ে অংশ নেননি।

আবার ২০১৩ সালের ‘চেন্নাই এক্সপ্রেস’ ছবিতে গানের মাধ্যমে রজনীকান্তকে শ্রদ্ধা জানিয়েছিলেন শাহরুখ। কিন্তু একই ফ্রেমে, একই গল্পে—দু’জনকে একসঙ্গে দেখার সুযোগ এবারই প্রথম।

সিনেমাটি পরিচালনা করছেন নির্মাতা নেলসন দিলীপ কুমার। সবকিছু ঠিকঠাক থাকলে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ২০২৬ সালের ১২ জুন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/0y3u
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন