English

28.3 C
Dhaka
সোমবার, সেপ্টেম্বর ১, ২০২৫
- Advertisement -

প্রথম ‘এক্সিলেন্স ইন সাকসেস অ্যাওয়ার্ড’ পেলেন যারা

- Advertisements -

দেশের বিভিন্ন অঙ্গনের সফল মানুষদের স্বীকৃতি জানাতে যাত্রা হলো ‘এক্সিলেন্স ইন সাকসেস অ্যাওয়ার্ড’-এর। প্রথম আসরেই যার ঝলমলে প্রতিচ্ছবি মিলেছে। এতে অংশ নিয়েছেন দেশের নন্দিত ও গুণী শিল্পী-কুশলী-সাংবাদিক ও উদ্যোক্তারা।

ওয়ার্ল্ড অব ইউনিটি আয়োজিত ঊর্মি ইসলামের উদ্যোগে অনুষ্ঠানটি গত ২৬ মে রাজধানীর একটি চার তারকা হোটেলে সফলভাবে সম্পন্ন হয়। এতে বিভিন্ন পেশাজীবী সফল ব্যক্তিদের পাশাপাশি শোবিজের একঝাঁক তারকা শিল্পী পুরস্কৃত হয়েছেন।‘এক্সিলেন্স ইন সাকসেস অ্যাওয়ার্ড ২০২৫’-এ আজীবন সম্মাননা প্রদান করা হয়েছে বর্ষীয়ান অভিনেত্রী দিলারা জামানকে। এছাড়া চলচ্চিত্রশিল্পে বিশেষ অবদানের জন্য পুরস্কার পেয়েছেন প্রখ্যাত অভিনেত্রী রোজিনা ও নূতন।

অভিনয়ের জন্য ‘এক্সিলেন্স ইন সাকসেস অ্যাওয়ার্ড ২০২৫’ পেয়েছেন জনপ্রিয় অভিনেত্রী রুনা খান (ওটিটি), কাজী নওশাবা আহমেদ ও শিরিন শিলা (চলচ্চিত্র), আশনা হাবিব ভাবনা ও স্বর্ণলতা দেবনাথ (টিভি নাটক) এবং সুষমা সরকার (থিয়েটার)।

তারা প্রত্যেকে অনুষ্ঠানে এসে পুরস্কার গ্রহণ করেছেন এবং উচ্ছ্বসিত প্রশংসা করেছেন এই উদ্যোগের। এদিকে ‘এক্সিলেন্স ইন সাকসেস অ্যাওয়ার্ড ২০২৫’ আয়োজনে শ্রেষ্ঠ গীতিকবির স্বীকৃতি পেয়েছেন মাহমুদ মানজুর। শ্রেষ্ঠ সংগীতশিল্পীর পুরস্কার পেয়েছেন মনির খান ও আঁখি আলমগীর।
সংগীত পরিচালক হিসেবে ক্যারিয়ারের প্রথম পুরস্কারটি পেলেন সাজিয়া সুলতানা পুতুলআয়োজনে দেওয়া হয়েছে সেরা বিনোদন সাংবাদিকের পুরস্কারও। যাতে পুরস্কৃত হয়েছেন দৈনিক পত্রিকা থেকে অনিন্দ্য মামুন (সমকাল) ও জাহিদুল ইসলাম (ডেইলি সান)। টেলিভিশন সাংবাদিকতায় আলী আফতাব ভূঁইয়া (চ্যানেল ২৪) এবং স্টাইলিশ সাংবাদিক হিসেবে পুরস্কার পেয়েছেন আল মাসিদ রণ (বার্তা২৪.কম)।

এর বাইরে সেরা মডেল হিসেবে পুরস্কার পেয়েছেন জেবা জান্নাত। সেরা নৃত্যপরিচালকের পুরস্কার গেছে জনপ্রিয় নৃত্যশিল্পী সোহেল রহমানের হাতে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/1ie8
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন