English

26.7 C
Dhaka
বুধবার, সেপ্টেম্বর ২৪, ২০২৫
- Advertisement -

প্রথম দিন কত আয় করল শাহরুখের ডানকি?

- Advertisements -

নাসিম রুমি: মুক্তি পেয়ে গেল বছরের অন্যতম প্রত্যাশিত চলচ্চিত্র ‘ডানকি’। এ বছর শাহরুখ খানের পাঠান ও জওয়ানের মতো সিনেমা আলোচনায় থাকলেও ডানকি ছিল দর্শকদের আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দুতে। কারণ, প্রথমবারের মতো রাজকুমার হিরানির সঙ্গে জুটি বেঁধে কাজ করলেন শাহরুখ খান। আর সেই প্রত্যাশা শতভাগ পূরণও করেছেন এই জুটি।

দর্শক হৃদয় জয় করে নিয়েছেন হিরানি-শাহরুখ। সেই সঙ্গে বক্স অফিসেও বেশ ভালো শুরু করেছে ডানকি।

বাণিজ্য ওয়েবসাইট স্যাকনিল্কের প্রতিবেদন অনুসারে, ডানকি মুক্তির প্রথম দিন ভারতে ৩০ কোটি রুপি আয় করেছে। যদিও শাহরুখের অন্য দুই ব্লকবাস্টার পাঠান ও জওয়ানের তুলনায় ডানকির উদ্বোধনী আয় অনেক কম।

‘জওয়ান’ প্রথম দিন ৭৫ কোটি রুপি আয় করেছিল। অন্যদিকে এ বছর সবচেয়ে বাজেভাবে মুখ থুবড়ে পড়া প্রভাসের ‘আদিপুরুষ’ প্রথম দিন ৩৬ কোটি আয় করেছিল, যা ডানকির চেয়ে বেশি।

শুধু ২০২৩ সালেরই নয়, ডানকি রাজকুমার হিরানির সর্বশেষ রিলিজ সঞ্জুর থেকেও কম আয় করেছে। ২০১৮ সালে রণবীর কাপুরের চলচ্চিত্রটি ৩৪.৭৫ কোটি রুপি আয় করেছিল মুক্তির প্রথম দিন।

এ বছর প্রথম দিনের আয়ের নিরিখে ডানকি সপ্তম স্থানে রয়েছে। শাহরুখের জওয়ান, রণবীরের অ্যানিম্যাল, এরপর শাহরুখের পাঠান, সালমান খানের টাইগার ৩, সানি দেওলের গাদার ২ এবং প্রভাসের আদিপুরুষ-এর পরেই প্রথম দিনের আয়ে সপ্তম স্থানে ডানকি।

তবে বক্স অফিসে প্রত্যাশিত আয় করতে না পারলেও মুক্তির পর দর্শক-অনুরাগীদের প্রত্যাশা শতভাগ পূরণ করতে পেরেছে ডানকি। সিনেমা হলে দর্শকদের উপচে পড়া ভিড় আর সামাজিক মাধ্যমে সমালোচকদের পজিটিভ রিভিউ সেটাই প্রমাণ করছে। হিরানির জাদুতে মুগ্ধ করেছেন শাহরুখ খান, এমনটাই রব উঠেছে চারপাশে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/d390
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন