নাসিম রুমি: সিমার গৌণ চরিত্র হয়েও ‘অ্যানিম্যাল’-এর সুবাদে মারাত্মক শোরগোল ফেলে দিয়েছিলেন ‘লর্ড ববি’। সম্প্রতি আরিয়ান খানের সিরিজ ‘ব্যাডস অফ বলিউড’-এও বহুল প্রশংসিত হয়েছে ববি দেওলের খলচরিত্র। বলিউডে নতুন ইনিংস শুরু করে ববি দেওল যে অপ্রতিরোধ্য, তা বোধহয় আর আলাদা করে বলার প্রয়োজন হয় না। এবার ‘প্রফেসর হোয়াইট নয়েস’ লুকে সাড়া ফেলে দিলেন অভিনেতা।
কাপুর এবং ‘খান-দানে’র পাশাপাশি বলিউডে এখন ‘টক অফ দ্য টাউন’ দেওল পরিবার। খুব আক্ষেপের সুরে ধর্মেন্দ্র বলেছিলেন, “বলিউড কোনওদিন দেওল পরিবারকে যোগ্য সম্মান দেয়নি।” কিন্তু ‘গদর ২’ এবং ‘অ্যানিম্যাল’ দিয়ে হিন্দি সিনেইন্ডাস্ট্রিকে যোগ্য জবাব ছুড়েছেন ‘দেওল ব্রাদার্স’। এবার যশরাজ ফিল্মসের পরবর্তী স্পাই ইউনিভার্সের জন্য ববিকে যে লুকে দেখা গেল, তাতে কৌতূহলের পারদ চড়েছে দর্শক-অনুরাগীমহলে। পরনে কালো ফ্রেমের চশমা। কাঁধ পর্যন্ত চুল শক্ত করে পনিটেল বাঁধা। গোঁফে বয়সের পাক ধরেছে! ‘রাফ অ্যান্ড টাফ’ লুকে ধরা দিয়ে ববি দেওলের আগাম বার্তা- ‘পপকর্ন নিয়ে বোসো। শুরু হচ্ছে। আগুন লাগিয়ে দেব।’ যদিও কোন সিনেমার জন্য এহেন লুক এখনই সেটা ফাঁস করেননি ববি, তবে কানাঘুষো যশরাজের নতুন গোয়েন্দা ব্রহ্মাণ্ডের এগেন লুকেই বড়চমক দেবেন ববি দেওল। জল্পনা জিইয়ে রেখে অভিনেতা বললেন, ‘আগামী ১৯ তারিখ ফাঁস করব।’
কোন চরিত্রে চমক দেবেন ববি দেওল? জানা গেল, আলিয়া ভাটের ‘আলফা’ ছবিতে অভিনেতাকে খলচরিত্রে পাওয়া যাবে। অ্যানিম্যাল-এর পর এবার এই ছবিতে ভিলেন বেশে কেমন চমক দেন তিনি? নজর থাকবে সেদিকে। উল্লেখ্য, আলিয়ার পাশাপাশি এই গোয়েন্দা ছবিতে দেখা যাবে শর্বরী ওয়াঘকেও। সূত্রের খবর,তাঁর প্রশিক্ষকের ভূমিকাতেই ধরা দেবেন ববি দেওল। প্রসঙ্গত, এর আগে যশরাজের ব্যানারে মহিলা গোয়েন্দা চরিত্রে দেখা গিয়েছে দীপিকা পাড়ুকোন এবং ক্যাটরিনা কাইফকে।
‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজিতে আইএসআই এজেন্ট জোয়ার ভূমিকায় নজর কেড়েছেন ক্যাটরিনা। অন্যদিকে ‘পাঠান’ ছবিতে শাহরুখের পাশে আইএসআই এজেন্ট রুবিনার চরিত্রে বাজিমাত করেছিলেন দীপিকা। এদিকে ‘ওয়ার ২’ ছবির হাত ধরেই যশরাজের স্পাই ইউনিভার্স-এ যোগ দিয়েছেন কিয়ারা আডবানিও। এবার সেই তালিকাতেই নবতম সংযোজন আলিয়া ভাট। যে সিনেমায় মহিলা এজেন্টের ভূমিকায় নজর কাড়বেন আলিয়া ভাট এবং শর্বরী ওয়াঘ।