English

29 C
Dhaka
বৃহস্পতিবার, জুলাই ৩, ২০২৫
- Advertisement -

প্রভু দেবার সঙ্গে প্রেমের গুঞ্জনই সত্যি, প্রেমের জন্য অভিনয় ছেড়েছিলাম: নয়নতারা

- Advertisements -

নাসিম রুমি: তাঁর সম্পর্কে এতদিন যে গুঞ্জন শোনা যেত, সেটাই আসল সত্য়ি। ডকুমেন্টারি নয়নতারা—বিয়ন্ড দ্য ফেয়ারিটেল-এ প্রেমজীবন নিয়ে অকপট নয়নতারা, কথা বলেছেন অভিনয় ছাড়ার বিষয়েও।

তিনি নয়নতারা, দক্ষিণী সিনেমার ‘লেডি সুপারস্টার’। বরাবরই নিজের ব্যক্তিগত জীবন আড়ালে রাখতেই ভালোবাসেন তিনি। এমনকি খুব বেশি সাক্ষাৎকার দিতে দেখা যায় না তাঁকে। সম্প্রতি ‘নয়নতারা-বিয়ন্ড দ্য ফেয়ারিটেল’ নামে এক তথ্যচিত্রে নিজের জীবন ও ক্যারিয়ার সম্পর্কে মুখ খুলেছেন অভিনেত্রী। আর সেখানেই তাঁর সম্পর্কে দীর্ঘদিন ধরে চলা গুঞ্জনকেই স্বীকৃতি দিয়েছেন নয়নতারা। অকপটে জানিয়েছেন, নিজের এক প্রেমিকের পরামর্শে কেরিয়ারের শীর্ষে থাকাকালীন অভিনয় ছেড়ে দিয়েছিলেন তিনি।

‘নয়নতারা—বিয়ন্ড দ্য ফেয়ারিটেল’-এ নিজের সম্পর্কে নানান অজানা কথা বলেছেন। যদিও তাঁর জীবনে আসা পুরুষদের নাম তিনি নেননি। দ্বিতীয় প্রেম নিয়ে কথা বলতে গিয়ে নয়নতারা বলেন, ‘ওই ব্যক্তিই আমাকে সিনেমা ছেড়ে দিতে বলেছিলেন। এমন নয় যে আমার কাছে অন্যকোনও বিকল্প ছিল। তবে তিনি আমাকে সিনেমা ছেড়ে দিতে বলেছিলেন আর আমি রাজি হয়ে গিয়েছিলাম।’

দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে কান পাতলেই শোনা যায়, ২০১০-১৩ সাল নাগাদ প্রভু দেবা-র সঙ্গে নয়নতারার সম্পর্ক ছিল। প্রভু দেবা প্রকাশ্যে তাঁর স্ত্রী লতাকে ছেড়ে নয়নতারাকে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তবে নীরবতা বজায় রেখেছেন অভিনেত্রী। সেসময়, নয়নতারা ক্যারিয়ারের শীর্ষে থাকা সত্ত্বেও ২০১১ সালে প্রায় দুই বছরের জন্য সিনেমার দুনিয়া থেকে দূরে সরে যান।

শোনা যায়, প্রভু দেবাকে তাঁর স্ত্রী এবং পরিবার নয়নতারার থেকে দূরে সরে আসার জন্য চাপ দিতে থাকেন। শেষপর্যন্ত নয়নতারা ও প্রভু দেবা আলাদা হয়ে যান। পরে ২০১৩ সালে নয়নতারা আবারও সিনেমার দুনিয়ায় ফিরে আসেন। এরজন্য অভিনেত্রী নাগার্জুনাকে ধন্যবাদ জানিয়েছেন। তাঁর কথায়, ‘যখন সবাই ভেবেছিল আমার কেরিয়ার শেষ, তখন উনিই আমায় কাজ দেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/n01b
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন