English

31.1 C
Dhaka
রবিবার, জুলাই ৬, ২০২৫
- Advertisement -

প্রযোজককে আহত করলেন রাজ রিপা

- Advertisements -

নাসিম রুমি: ঢাকাই সিনেমা ইন্ডাস্ট্রিতে পা রাখতে না রাখতেই বিতর্কে জড়ালেন নবাগত নায়িকা রাজ রিপা। রাজধানীর গুলশান এলাকার এক অভিজাত রেস্টুরেন্টে বাকবিতণ্ডার জেরে সিনেমা প্রযোজক আবুল বাশারকে আঘাত করেন এ অভিনেত্রী।

মাথায় গুরুতর আঘাত নিয়ে বর্তমানে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এ প্রযোজক। জানা যায়, আহত বাশারের মাথায় ৬টি সেলাইও দেওয়া হয়েছে।

ঘটনার পর প্রযোজকের বড় ভাই মো. আব্বাস বাদী হয়ে গুলশান থানায় একটি মামালা দায়ের করেছেন।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা গুলশান থানার সাব ইন্সপেক্টর হারুনুর রশীদ জানান, ২৬ জানুয়ারি গুলশান থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন প্রযোজকের ভাই মো. আব্বাস। মামলা নম্বর ২২। মামলায় এক নম্বর আসামি চিত্রনায়িকা শারমিন আফরোজ রিপা (রাজ রিপা), দুই নম্বর আসামি চিত্রপরিচালক ইফতেখার চৌধুরী ও তিন নম্বর আসামি অভিনেতা শামীম আহমেদ শিশির (শিশির সরদার)।

মামলার অভিযোগ থেকে আরও জানা যায়, ২৪ জানুয়ারি প্রযোজক আবুল বাশার ও তার ভাগ্নে আবু রায়হান রাত ১১টা ৫৫ মিনিটে গুলশানের রাতের কাবাব রেস্টুরেন্টে ডিনার করতে যান। তখন চিত্রনায়িকা রাজ রিপা ও তার স্বামী শিশির সরদার এবং চিত্রপরিচালক ইফতেখার চৌধুরীরও সেখানে যান। রাতের খাবার শেষে রাজ রিপা প্রযোজক আবুল বাশারের কাছে চাষী নামে তার সাবেক ড্রাইভারের বিষয়ে তথ্য জানতে চাইতে ঘটে বিপত্তি।

আবুল বাশার এ বিষয়ে কোনো তথ্য জানেন না বললে অভিনেত্রী ক্ষিপ্ত হয়ে প্রযোজকের ব্যবহৃত স্যামসাং এস-২৪ আলট্রা মোবাইল ফোনটি কেড়ে নেয়। বাশার তাতে বাধা দিলে রিপা ওই মোবাইল ফোন দিয়ে একাধিকবার অতর্কিত হামলা করে তার ওপর। একই সময় চিত্রপরিচালক ইফতেখারও বাশারকে খাবার টেবিলে থাকা কোল্ড ড্রিংকসের কাঁচের বোতল দিয়ে মাথায় আঘাত করে। আকস্মিক এই আক্রমণের জেরে মাথায় আঘাত পেয়ে বাশার ফ্লোরে পড়ে যায়। এরপর শিশির সরদারও তাকে কিল ঘুষি লাথি মারতে থাকে। জানা যায়, হামলার সময় বাশারের গলায় থাকা ২ ভরি স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যান তারা।

জানা যায়, ঘটনার সময়ে সেখানে উপস্থিত ছিলেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববিও। তবে এ বিষয়ে তারও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/j7bm
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন