বলিউড সুপারস্টার হৃতিক রোশন। শনিবার (১০ জানুয়ারি) ছিল এই অভিনেতার জন্মদিন। অসংখ্য ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছাবার্তায় এদিন সিক্ত হন তিনি। তবে এবার জন্মদিন উদযাপনের জন্য আয়োজিত পার্টিকে ঘিরেই বেশি আলোচনায় উঠে এসেছেন ‘কৃষ’খ্যাত এ তারকা।
সোমবার (১২ জানুয়ারি) জন্মদিনের পার্টির আয়োজন করেন হৃতিক। এই পার্টিতে অভিনেতার ঘনিষ্ঠ বন্ধু-বান্ধব ও পরিবারের লোকেরা অংশ নেন। পার্টিতে তার প্রাক্তন স্ত্রী ও বর্তমান প্রেমিকাও উপস্থিত ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে নায়ক নিজেই সেসব ছবি শেয়ার করেছেন। তাই অভিনেতার জন্মদিনকে ছাপিয়ে পার্টিতে সুজান খান ও সাবা আজাদের উপস্থিত হওয়ার বিষয়টি সকলের আলোচনার সবচেয়ে বড় উপলক্ষ্য হয়ে দাঁড়ায়।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ছবিতে দেখা যায়, প্রেমিকা সাবা আজাদের সঙ্গে হাসিমুখে সময় কাটাচ্ছেন হৃতিক। একই সঙ্গে তার প্রাক্তন স্ত্রী সুজান খান এবং তাদের দুই ছেলে হ্রেহান ও হৃদানও উপস্থিত ছিলেন। সঙ্গে পার্টিতে উপস্থিত ছিলেন সুজানের বর্তমান প্রেমিক অভিনেতা আরসলান গনিও। সেই পার্টিতে আরও যোগ দেন সুজানের ভাই ও অভিনেতা জায়েদ খান, অভিনেতা কুণাল কাপুর, প্রযোজক গোল্ডি বেহল এবং অভিনেত্রী সোনালি বেন্দ্রে।
জন্মদিনের পার্টির বেশকিছু ছবি নিজের সামাজিক মাধ্যমে শেয়ার করেন হৃতিক, যেখানে শুভেচ্ছা জানিয়ে মন্তব্যের ঘরে সুজান লেখেন, ‘তোমার জন্য সবচেয়ে সুন্দর ও আশীর্বাদপুষ্ট একটি বছর কামনা করি, ভালোবাসা আর হাসিতে ভরে থাকুক তোমার চারপাশ।’
এক্ষেত্রে প্রেমিকা সাবাও পিছিয়ে ছিলেন না। হৃতিকের সঙ্গে কাটানো মুহূর্তের ছবি শেয়ার করে আবেগঘন বার্তায় লেখেন, ‘তোমাকে হাসিখুশি দেখতে পাওয়ার চেয়ে আমাকে কিছুই বেশি আনন্দ দেয় না। শুভ জন্মদিন, আমার ভালোবাসা। আমি তোমাকে ভালোবাসি।’
দীর্ঘ এক যুগের বেশি সংসার করার পর ২০১৪ সালে আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদ হয় হৃতিক-সুজান দম্পতির। তবে এখনো দুজন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন। তাদের দুটি ছেলে সন্তান রয়েছে।
