English

14 C
Dhaka
সোমবার, জানুয়ারি ৫, ২০২৬
- Advertisement -

প্রায় ৪ বছর পর নতুন অ্যালবাম আনছে বিটিএস

- Advertisements -

গানের অ্যালবাম প্রকাশের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে জনপ্রিয় কে-পপ ব্যান্ড বিটিএস।

দ্য কোরিয় টাইমস বলছে, এক বিবৃতিতে বিগহিট মিউজিক জানিয়েছে, ২০ মার্চ অ্যালবামটি প্রকাশিত হবে। সাত সদস্যকে নিয়ে প্রায় ৩ বছর ৯ মাস পর কোনো অ্যালবাম প্রকাশ করতে চলছে বিটিএস। এর আগে ২০২২ সালের জুনে অ্যান্থোলজি অ্যালবাম ‘প্রুফ’ প্রকাশ করেছিল জিমিনরা।

দেশের নিয়ম অনুযায়ী বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ ও একক ক্যারিয়ারে ব্যস্ত ছিলেন বিটিএসের সদস্যেরা। এর মধ্যে দলের আরএম, জিন, সুগা, জে-হোপ, জিমিন, ভি ও জাংকুক সামরিক প্রশিক্ষণ শেষ করে বাড়ি ফিরেছেন। তাই বিরতি ভেঙে গানের অ্যালবাম নিয়ে সামনে সামনে আসছেন কে-পপ তারকারা।

এদিকে নতুন বছর উপলক্ষে নির্বাচিত কয়েকজন ভক্তকে চিঠি পাঠিয়েছে বিটিএস। চিঠিতে লেখা ছিল, ‘২০ মার্চ ২০২৬।’ এতে ভক্তদের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা জানানো হয়।
চিঠিতে দলনেতা আরএম বলেন, ফেরার জন্য উস্মুখ হয়ে আছেন তিনি।

জিমিন ও জে-হোপ লিখেছেন, ‘২০২৬ সালে আবার দেখা করছি আপনাদের সঙ্গে।’ জিন লেখেন, ‘গত দুই বছর আপনাদের সঙ্গে একক শিল্পী হিসেবে দেখা করেছি, আর এখন অবশেষে আবার দল নিয়ে আপনাদের সঙ্গে দেখা করতে পারছি।’

জাংকুক লিখেছেন তিনি আগের মতই সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে যাব। ভি লিখেছেন, ‘২০২৬ সালে আমরা একসঙ্গে আরও বেশি এবং মনে রাখার মত স্মৃতি তৈরি করব, এ জন্য অপেক্ষা করতে হবে কিছুটা।” আর সুগার কথা, ‘চলুন, একসঙ্গে সবাই আনন্দের একটি বছর কাটাই।”

মার্চে অ্যালবাম প্রকাশের পর গান নিয়ে বিশ্ব সফরে যাওয়ার পরিকল্পনা করেছে বিটিএস। ‘বিটিএস’র সাত সদস্যের পথচলার সময় গত এক দশক। ২০১২ সালের ১২ জুন যাত্রা শুরুর পর তাদের ডাকা হত ‘পুচকে’ নামে।

সেসময় বিটিএসের বেশির ভাগ গান কোরিয়ান ভাষায়, শুরুর দিকে বিটিএসের গানে কোনো সাবটাইটেল থাকত না। পরে ইংরেজিতেও গান শুরু করে তারা। এবং জনপ্রিয়তায় দক্ষিণ কোরিয়ার সীমানা ছাড়িয়ে ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/lc23
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

হট চকোলেটের যত উপকারিতা

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন