English

28.2 C
Dhaka
শুক্রবার, সেপ্টেম্বর ৫, ২০২৫
- Advertisement -

প্রিয়াঙ্কা-মহেশ বাবুর নতুন সিনেমার বাজেট হাজার কোটি

- Advertisements -

নাসিম রুমি: ‘বাহুবলী’ ও ‘আরআরআর’-এর সফল পরিচালক এস এস রাজামৌলির পরবর্তী ছবি ‘এসএসএমবি ২৯’ নিয়ে দর্শকদের মাঝে দারুণ আগ্রহ তৈরি হয়েছে।

এই ছবিতে মুখ্য ভূমিকায় থাকছেন দক্ষিণী সুপারস্টার মহেশ বাবু, বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া এবং মালয়ালম তারকা পৃথ্বীরাজ সুকুমারন।

ইতোমধ্যেই ছবির মহরৎ সম্পন্ন হয়েছে। সম্প্রতি কেনিয়ায় সিনেমার একটি বড় অংশের শুটিং শেষ হয়েছে। আফ্রিকার জনপ্রিয় লোকেশন যেমন—মাসাই মারা, লেক নাইভাশা, সাম্বুরু, মাউন্ট কিলিমাঞ্জারো এবং আম্বোতেলিতে গুরুত্বপূর্ণ দৃশ্য ধারণ করা হয়েছে।

শুটিংয়ের মাঝে পরিচালক এস এস রাজামৌলি দেখা করেন কেনিয়ার প্রধানমন্ত্রী ক্যাবিনেট সচিব ও পররাষ্ট্রমন্ত্রী মুসালিয়া মুদাবাদীর সঙ্গে। তিনি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছবির টিমের সঙ্গে সাক্ষাতের ছবি শেয়ার করেন এবং জানান, ছবিটি ১২০টি দেশে মুক্তি পাবে।

এদিকে কেনিয়ার গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই সিনেমার বাজেট প্রায় ১৩৫ মিলিয়ন ডলার, যা ভারতীয় মুদ্রায় দাঁড়ায় প্রায় ১১৮৮ কোটি টাকা। এশিয়ার সিনেমার ইতিহাসে এটিই হতে যাচ্ছে অন্যতম বড় বাজেটের ছবি।

গত এপ্রিল মাসে শুরু হওয়া শুটিংয়ে আফ্রিকার মনোরম লোকেশন যেমন মাসাই মারা, লেক নাইভাশা, সাম্বুরু, মাউন্ট কিলিমাঞ্জারো এবং আম্বোতেলিতে গুরুত্বপূর্ণ দৃশ্য ধারণ করা হয়েছে।

শোনা যাচ্ছে, ‘এসএসএমবি ২৯’ দুটি পর্বে মুক্তি পাবে। তবে এ বিষয়ে নির্মাতারা এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি।

প্রিয়াঙ্কা চোপড়া ও মহেশ বাবুর জুটিকে পর্দায় দেখার অপেক্ষায় দিন গুনছেন অনুরাগীরা।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/thkm
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন