নাসিম রুমি: এই সময়ের তারুণ্যের ক্রেজ প্রীতম হাসান। গায়ক ও সংগীত পরিচালকের পাশাপাশি মডেল-অভিনয়ে তিনি পেয়েছেন সুখ্যাতি। সব মিলিয়ে প্রীতম হাসান মানেই হিট, ধামাকা! যদিও মিউজিকের প্রতি তাঁর তেমন কোনো আগ্রহই ছিল না। ঘরভর্তি ছিল খেলনা রাইফেল, পিস্তল, বন্দুক, গুলি।
ভীষণ দুষ্টু প্রীতম ছোটবেলায় হতে চাইতেন আর্মি অফিসার। কিন্তু একসময় বড় ভাই প্রতীক হাসান ও সংগীতগুরু হাবিবের অনুপ্রেরণায় হয়ে গেলেন সংগীতশিল্পী। সংগীত জগতের এই স্বল্প ক্যারিয়ারে তাঁর হিট গানের তালিকার কথা শুরু করলেই ‘আসো ‘চাঁদ মামা’ ধামাকা এখনো অব্যাহত রয়েছে। এই ‘চাঁদ মামা’ গানটি রয়েছে এখন ট্রেন্ডিংয়ের শীর্ষে। একন তার ক্রেজ ধারাবাহিক চলছে।
গানটি লিখেছেন, সুর করেছেন এবং সংগীতায়োজনসহ কণ্ঠও দিয়েছেন প্রীতম। তবে কুদ্দুস বয়াতির সঙ্গে করা ‘আসো মামা হে’ গানটি দিয়ে প্রীতমকে সবাই চিনতে শুরু করে। প্রীতম মনে করেন, এই গানটাই তার টার্নিং পয়েন্ট। সেই ধারাবাহিকতায় তিনি করেছেন ‘খোকা’, ‘লোকাল বাস’, ‘জাদুকর’, ‘রাজকুমার’, ‘বেয়াইনসাব’, ‘গার্লফ্রেন্ড-এর বিয়া’, ‘দেওড়া’, ‘মা লো মা’, ‘লাগে উরাধুরা’- যেগুলোও রয়েছে হিটের তালিকায়।প্রীতম বলেন, ‘এ গানগুলোতে আমি বাংলা সুর ব্যবহার করেছি।
কারণ আমি চাই শ্রোতারা এ গান শুনে বাংলা সুরের সৌন্দর্য উপলব্ধি করুক। ’ এর আগে তিনি চলচ্চিত্রে কাজ করেন বুলবুল বিশ্বাসের ‘রাজনীতি’, সোহেল আরমানের ‘ভ্রমর’ এবং অনন্য মামুনের ‘অস্তিত্ব’ ছবিতে। ২০১৮ সালের দেবী চলচ্চিত্রের জন্য কাজ করেন তিনি। এদিকে এই তারুণ্যের শিল্পী গানে যেমন বেস্ট, অভিনয়েও সপ্রতিভ।নাটক ও স্বল্পদৈর্ঘ্যরে চলচ্চিত্রে অভিনয় করেছেন একেবারে শখের বশেই। কিছুদিন আগে জয়া আহসানের সঙ্গে একটি মিউজিক্যাল ফিল্মে অভিনয় করেছেন। এ মুহূর্তে তিনি আলোচনায় ‘ঘুমপরী’ দিয়ে। এদিকে ফারিণের সঙ্গে শিহাব শাহীনের ‘কাছের মানুষ দূরে থুইয়া’ ওয়েবে সফল অভিনয়ের পর সম্প্রতি একই নির্মাতার ফিল্ম ‘তুমি আমি শুধু’তে কাজ করেছেন, যেখানে তাঁর সঙ্গে জুটি বেঁধেছেন জেফার রহমান। তবে প্রীতমের শুরুটা হয়েছিল নুহাশ হুমায়ূনের স্বল্পদৈর্ঘ্য ‘৭০০ টাকা’ দিয়ে।