ধর্মশালায় গত বৃহস্পতিবার নিরাপত্তার কারণে সমর্থকদের সঙ্গে ছবি না তোলায় এবং স্টেডিয়াম ছাড়তে তাঁদের বাধ্য করতে গিয়ে কিছুটা কর্কশ আচরণ করায় দুঃখ প্রকাশ করেছেন আইপিএল ফ্র্যাঞ্চাইজি পাঞ্জাব কিংসের মালিক ও বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা। বিশেষ ট্রেনে ধর্মশালা থেকে সবাইকে নিরাপদে দিল্লিতে পৌঁছে দেওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন তিনি।
হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন (এইচপিসিএ) স্টেডিয়ামে বৃহস্পতিবার রাতটা প্রীতি জিনতার জন্য বিশেষ হতে পারত। সেই রাতে তাঁর দল পাঞ্জাব কিংস দিল্লি ক্যাপিটালসকে হারাতে পারলেই ১১ বছর পর আইপিএলের প্লে-অফ পর্বে উঠে যেত। আগে ব্যাটিংয়ে নামা পাঞ্জাবের শুরুটাও দারুণ হয়েছিল। দুই ওপেনার প্রিয়াংশ আর্য ও প্রভসিমরান সিংয়ের ঝোড়ো ফিফটিতে দলটি ১০.১ ওভারে ১ উইকেট হারিয়ে ১২২ রান তুলে ফেলেছিল।
কিন্তু এরপরই সব ওলটপালট। হঠাৎ স্টেডিয়ামের একটি ফ্লাডলাইট টাওয়ার বন্ধ হয়ে যায়। কয়েক মিনিট পর বন্ধ হয়ে যায় আরও দুটি। চার ফ্লাডলাইট টাওয়ারের মাত্র একটি চালু থাকায় স্টেডিয়াম এলাকার বেশির ভাগ অংশ অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে।