English

27.7 C
Dhaka
শুক্রবার, আগস্ট ২২, ২০২৫
- Advertisement -

প্রেমিককে প্রকাশ্যে আনলেন উরফি

- Advertisements -

নাসিম রুমি: বলিউডের মডেল ও অভিনেত্রী উরফি জাভেদ মানেই নতুন চমক। সবসময়ই চর্চায় থাকতে পছন্দ করেন এই অভিনেত্রী। কখনো কাচ, কখনো ঘড়ি, কখনো ব্যান্ডেজ কিংবা সফট টয়ের পোশাক পরে ঝড় তোলেন নেটদুনিয়ায়। খোলামেলা—সব জায়গায় অভিনেত্রী স্বমহিমায় উপস্থিতি। তবে এবার পোশাক নয়, প্রেমই তাকে আলোচনায় নিয়ে এসেছে। এ নিয়ে নেটিদুনিয়ায় ঝড় ওঠে। সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের মাঝে চলে আলোচনা-সমালোচনা।

কিন্তু সেদিকে ভ্রূক্ষেপ নেই উরফির, সবার মাঝে নজর কাড়তেই তিনি যেন এসব করে থাকেন। এবার নতুন করে আলোচনায় এলেন অভিনেত্রী। তার ব্যক্তিগত জীবন নিয়ে দীর্ঘদিন ধরে প্রেমের গুঞ্জন শোনা গেলেও ধরাছোঁয়ার বাইরে থেকেছেন। কিন্তু এবার নিজের প্রেমিককে প্রকাশ্যে আনলেন উরফি জাভেদ।

এর আগে এক সাক্ষাৎকারে উরফি বলেছিলেন, প্রেম করছেন তিনি। প্রেমিক দিল্লির বাসিন্দা। তবে একেবারেই আলাদা উরফির থেকে। মিডিয়ার দুনিয়া থেকে তিনি অনেক দূরে থাকতেই পছন্দ করেন। ভক্তদের এখন একটাই প্রশ্ন— উরফির এ নতুন প্রেমের গল্প কোথায় গিয়ে শেষ হয়? তার এ কেমিস্ট্রিতে নেটিজেনরা ভীষণ মজা নিচ্ছেন।

এবার সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামে প্রেমিকের একটি ছবি (কৌস ত্রিবেদী নামে এক তরুণকে ট্যাগ করে) শেয়ার করেছেন উরফি। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন—আমি আমার প্রেমিককে খুব মিস করছি।

তবে কৌস ত্রিবেদীকে নিয়ে নেটদুনিয়ায় তথ্য খুবই কম। যেখানে উরফির ফলোয়ার্স সংখ্যা প্রায় ৫ দশমিক ৩ মিলিয়ন, সেখানে কৌসের ফলোয়ার্স মাত্র ২৩০০। তার ইনস্টাগ্রাম বায়োতে লেখা—আমি বিখ্যাত নই, কিন্তু মানুষ আমাকে অবশ্যই চেনে। বোঝাই যাচ্ছে— গ্ল্যামার জগৎ থেকে দূরে থাকলেও বিদেশে যথেষ্ট সময় কাটান কৌস।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/7g7w
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন