English

36.8 C
Dhaka
সোমবার, সেপ্টেম্বর ১, ২০২৫
- Advertisement -

প্রেমের নামে প্রতারণা, নায়কের কথা শুনে কান্নায় ভেঙে পড়েন রেখা

- Advertisements -

অভিনেত্রী রেখা, যাকে নিয়ে দর্শকের মাঝে আজও একই রকম কৌতূহল ও আগ্রহ বিরাজমান, তা সত্যিই চমকপ্রদ। ৬০-এর দশকে পা দিয়ে তিনি এখনো প্রাসঙ্গিক, তার অভিনয় ও চরিত্রে কখনোই কোনো স্তব্ধতা আসেনি। রেখার ব্যক্তিজীবন, বিশেষ করে প্রেম ও সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন এবং আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। তার রূপ ও গুণাবলীর পাশাপাশি, জীবনসঙ্গী বা সম্পর্ক নিয়ে মানুষের কৌতূহলও যেমন অব্যাহত, তেমনি তা কখনোই তার অভিনয় বা ক্যারিয়ারের শিখরে পৌঁছাতে বাধা হয়ে দাঁড়ায়নি। বাস্তবে, ব্যক্তিগত জীবনে তার সুখী হওয়ার বিষয়টি একটি চিরন্তন প্রশ্ন রয়ে গেছে, যা নিয়ে আজও নানা আলোচনা চলছে।

সুপারস্টারদের মন দেওয়া থেকে মন ভাঙা, একাধিক সাক্ষাৎকারে নিজের যন্ত্রণা চেপে না রাখতে পেরে চোখের জলে ভেসেছেন তিনি। যন্ত্রণা বুকে চেপে আবার কখনো হাসি মুখে বলেছেন, আমি ভালোই আছি।

যদিও প্রেম জীবনে ধাক্কা খেয়েছেন শত শতবার। যার নামের সঙ্গে সুপারস্টার অমিতাভ বচ্চনের নাম জড়িয়েছে দশকের পর দশক ধরে, জানেন তিনিই একটা সময় মন দিয়ে বসেছিলেন জিতেন্দ্রকে।

ভারতের সিমলায় চলছিল সিনেমার শুটিং। রেখার মনে তখন ঝড় তুলেছে সুপারস্টারের প্রেম। কিন্তু হঠাৎই কানে আসে এক অন্য কথা, যা বিশ্বাসই করে উঠতে পারেননি তিনি।

জিতেন্দ্র সেটে উপস্থিত এক কর্মীকে বলেছিলেন, রেখা তো টাইম পাস। কথাটা নিজের কানে জিতেন্দ্রকে বলতে শুনে ফেলেছিলেন তিনি। তারপর…! কান্নায় ভেঙে পড়েছিলেন রেখা। মেকআপ রুমেই হাউহাউ করে কেঁদে ফেলেন রেখা। যদিও তারপর নিয়েছিলেন চরম সিদ্ধান্ত। সম্পর্ক থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। করে ছিলেনও তাই।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/67ih
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন