English

26.9 C
Dhaka
মঙ্গলবার, জুলাই ২৯, ২০২৫
- Advertisement -

প্রেমে আঘাত জীবনে অনেক কিছু শিখিয়েছে: শাহিদ

- Advertisements -

নাসিম রুমি: আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। ৩১ জানুয়ারি মুক্তি পাবে শাহিদ কাপুরের পরবর্তী ছবি ‘দেবা’। শেষ মুহূর্তে ছবির প্রচারে চরম ব্যস্ততা। অভিনয়ের পাশাপাশি ডান্সিং স্টাইলের জন্যও দর্শকের দরবারে পপুলার শাহিদ। মূলধারার বাণিজ্যিক ছবির পাশাপাশি ‘হায়দার’, ‘কবীর সিং’য়ের মত সিনেমা দিয়ে বাজিমাত করেছেন শাহিদ কাপুর।

এখন ‘দেবা’র জন্য অপেক্ষায় শাহিদের অনুরাগীরা। তার আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল শাহিদের একটি ভিডিও। যেখানে ‘লাভ লাইফ’ নিয়ে কোনওরকম রাখঢাক না করেই খোলামেলা কথা বলেন অভিনেতা। প্রেমে আঘাত পাওয়ার পর মনের কী অবস্থা হয়েছিল সেকথাও অকপটে বলেছেন শাহিদ।

শাহিদ জানান, ব্রেক আপের পর মনের অবস্থা একদম ভাল ছিল না। তবে ওই পরিস্থিতি তার জীবনের অনেক শিক্ষা দিয়েছে।

‘শাহিদ কাপুর পডকাস্ট’ অনুষ্ঠানে অভিনেতা বলেন, ‘সেই মানুষটার পিছনে দৌঁড়াতে গিয়ে নিজের অস্তিত্বটাই ভুলে যাবেন। আত্মসম্মান সব খুঁইয়ে ফেলবেন। অনেক বছর পর মনে হবে, এটা আমি কী করেছিলাম! যখন মন ভাঙে তখন দুঃখের গান শুনতে ইচ্ছে হয়। কিন্তু, ওই সময়েই সিদ্ধান্ত নিয়ে ফেলতে হবে আগামীতে কী করবেন। আর যদি তা না হয় তাহলে জানবেন আপনি একটা সুবর্ণ সুযোগ হাতছাড়া করলেন।’

অভিনেতার কথায়, ‘ব্রেক আপের পরই বুঝতে পারবেন আপনি ঠিক কী ধরনের মানুষ পছন্দ করেন। এটা বোঝাটা ভীষণ জরুরি। কাউকে ভালবাসা এক জিনিস, কিন্তু সেই মানুষটি যদি আপনার মধ্যে থাকা ভাল মানুষটিকে বের করে আনে বা খারাপ মানুষটিকে উত্তেজিত করে সেটা নিজেকে বুঝতে হবে। কারণ দিনের শেষে নিজেকেই নিজের সঙ্গে থাকতে হয়।’

The short URL of the present article is: https://www.nirapadnews.com/e742
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন