English

28 C
Dhaka
রবিবার, জুলাই ১৩, ২০২৫
- Advertisement -

ফিরছেন অক্ষয়, আসছে ‘হেরা ফেরি ৩’

- Advertisements -

সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ভারতের সবচেয়ে জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘হেরা ফেরি’তে ফিরছেন বলিউড খিলাড়ি অক্ষয় কুমার। সিনেমাটির সাথে সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, অক্ষয়-সুনীল-পরেশ রাওয়াল জুটিই ‘হেরা ফেরি ৩’-এ অভিনয় করতে যাচ্ছেন।

‘হেরা ফেরি ৩’ করার ঘোষণা আসার পর থেকেই সিনেমাটি জুড়ে নানারকম গুঞ্জন ভাসতে শুরু করে। শুরুতে শোনা যায় অক্ষয়ের পরিবর্তে জন আব্রাহাম ও অভিষেক বচ্চনকে নিয়েই শুরু করা হবে ‘হেরা ফেরি ৩’। এরপর গুঞ্জন ওঠে যে অক্ষয়ের পরিবর্তে থাকছেন কার্তিক আরিয়ান। মুলত এরপরই শুরু হয় ভক্তদের তীব্র অসম্মতি। ‘হেরা ফেরি’তে অক্ষয়ের পরিবর্তে আর কাউকেই চান না দর্শকরা, এমনটাই শোনা যায় বলিউডপ্রেমীদের মুখে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও রীতিমতো তুলকালাম শুরু হয় অক্ষয়কে ফিরিয়ে আনার জন্য। খিলাড়িকে আবার রাজুর চরিত্রে দেখতে উন্মুখ হয়ে রয়েছেন দর্শকরা। অবশেষে শোনা যাচ্ছে, সিনেমাটির প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালা জনসাধারণের দাবির প্রেক্ষিতে অক্ষয়ের সাথে পুনারয় কথোপকথন শুরু করেছেন।

এক সপ্তাহ আগেও ভারতের বেশ কিছু গণমাধ্যম প্রতিবেদন করে যে ‘হেরা ফেরি’তে ফিরছেন অক্ষয় কুমার। কিছুদিন আগে তীব্র গুঞ্জন ছিল যে হেরা ফেরি ফ্র্যাঞ্চাইজির ভবিষ্যত নিয়ে আলোচনা করার জন্য মুম্বাইয়ের এম্পায়ার স্টুডিওতে দেখা করেছিলেন অক্ষয় কুমার, সুনীল শেঠি এবং পরেশ রাওয়াল। তবে এবার সেই গুঞ্জন অনেকটাই সত্য প্রমাণ হতে যাচ্ছে। সিনেমাটির ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে, অক্ষয় কুমার, সুনীল শেঠি এবং পরেশ রাওয়াল জুটি মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) মুম্বাইতে ‘হেরা ফেরি ৩’-এর শুটিং শুরু করেছেন।

সিনেমাটির সাথে সংশ্লিষ্ট একটি ঘনিষ্ঠ সূত্র পিঙ্কভিলাকে জানিয়েছে, “আসল হেরা ফেরি গ্যাং এই কাল্ট ক্লাসিক ফ্র্যাঞ্চাইজিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পুনরায় একত্রিত হয়েছে৷ গত কয়েক মাস ধরে স্ক্রিপ্ট সম্পর্কে যথেষ্ট মিটিং হয়েছে। প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালা থেকে অভিনেতা অক্ষয়, পরেশ এবং সুনীল সবাই রাজু, শ্যাম এবং বাবুরাও হিসেবে সেটে ফিরে আসার জন্য ইতিবাচক।’

তবে ‘হেরা ফেরি ৩’ কে পরিচালনা করতে যাচ্ছেন, সেই বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি বলেও জানিয়েছে সূত্রটি।

অক্ষয় কুমার, সুনীল শেঠি এবং পরেশ রাওয়াল অভিনীত ‘হেরা ফেরি’ ফ্র্যাঞ্চাইজিটি ভারতের অন্যতম সফল ও জনপ্রিয় একটি ফ্র্যাঞ্চাইজি। এটিতে অক্ষয় কুমার অভিনীত  রাজুর চরিত্রটিকে ভারতীয় সিনেমার অন্যতম আইকনিক চরিত্র হিসেবে বিবেচনা করা হয়ে থাকে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/4h5m
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন