English

23 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ১৩, ২০২৫
- Advertisement -

ফিরে এসো প্রিয় ওসমান হাদি: আসিফ

- Advertisements -

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হয়েছেন।

গুরুতর আহতাবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে, পরিস্থিতি গুরুতর হওয়া পরে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। হাদির অবস্থা ক্রিটিক্যাল— এ সংবাদ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই উদ্বেগ প্রকাশ করেছেন সংগীতাঙ্গনের জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর।

সামাজিক মাধ্যমে শুক্রবার (১২ ডিসেম্বর) বিকালে নিজের ফেসবুক পেজে একটি পোস্ট দেন এ সংগীতের যুবরাজ। পোস্টে আসিফ আকবর লিখেছেন— ‘ফিরে এসো প্রিয় ওসমান হাদি’।

এর আগে ওসমান হাদিকে নিয়ে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, দুপুর ২টা ২৫ মিনিটে একটি মোটরসাইকেলে দুর্বৃত্তরা আসে। মোটরসাইকেল থেকে হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়।

গুলিবিদ্ধ হওয়ার সময় ওসমান হাদির পেছনের রিকশায় ছিলেন মো. রাফি। তিনি বলেন, জুমার নামাজ শেষে আমরা হাইকোর্টের দিকে আসছিলাম। আমি ভাইয়ের পেছনের রিকশায় ছিলাম। বিজয়নগর আসতেই একটা মোটরসাইকেলে করে দুজন এসে হাদি ভাইয়ের ওপর গুলি ছুড়ে পালিয়ে যায়।

এদিকে ওসমান হাদি দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত ও ব্যাপক তদন্ত চালিয়ে হামলায় জড়িত সবাইকে শনাক্ত করে আইনের আওতায় আনার কঠোর নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/uqxj
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

ঢাকা আসছেন শোয়েব আখতার

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন